Header – Before
Header – After

শুক্র-শনিবারও খোলা থাকবে ঢাকা কাস্টমস

কার্গো ভিলেজে আগুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের প্রভাব সামলাতে আগামী শুক্রবার ও শনিবার ঢাকা কাস্টমস হাউস ২৪ ঘণ্টা দিনরাত শুল্কায়ন কার্যক্রম চালাবে। বুধবার (২২ অক্টোবর) জারি হওয়া এক আদেশে সব কর্মীকে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আসা তিনটি পৃথক আদেশে উপকমিশনার, সহকারী কমিশনারসহ অন্যান্য রাজস্ব কর্মকর্তাদের সময় ও দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং যুগ্ম কমিশনারদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বুধবারের অফিস আদেশে বলা হয়েছে, দুর্ঘটনার পর বাণিজ্য স্বাভাবিক রাখতে বিমানবন্দরের ‘এয়ারফ্রেইট’ ও ‘এক্সপ্রেস সার্ভিস’ ইউনিটের আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম শুক্র ও শনিবারও চালু থাকবে। আগের দিনের আদেশে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ইউনিটগুলোতে সহকারী কমিশনার ও উপকমিশনার পর্যায়ের কর্মকর্তারা প্রভাতি, দিবা ও নৈশ—এই তিন শিফটে কাজ করবেন। শুল্ক কার্যক্রম নির্বিঘ্ন রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর ও সিপাইও নিয়োজিত থাকবে।

এর আগে সোমবার খাতভিত্তিক সংগঠনগুলোর এপেক্স বডি বিকেএমইএ, বিজিএমইএ, বিটিএমএ, বিজিপিএমইএ, লেদার অ্যান্ড লেদার গুডস, ফুট অ্যান্ড ভেজিটেবলস, ওষুধ শিল্প, জুয়েলারি এক্সপোটার্স, সুয়িং থ্রেড, ফ্রোজেন ফুডস, প্লাস্টিক গুডস, সিল্ক গুডস, হস্তশিল্প, ক্রাফট অ্যান্ড গিফ্টওয়্যার ইত্যাদি অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সকল সংগঠন মিলে যৌথভাবে সংবাদ সম্মেলন করে। শনিবারের ওই অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে সংগঠনগুলোর প্রাথমিক ধারণায় বলা হয়।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব জাকির হোসেন এ শিল্পের ‘২০০ কোটি টাকার কাঁচামাল ভষ্মিভূত হয়েছে’ তুলে ধরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ছুটির দিনগুলোতে কাস্টম হাউজের শুল্কায়ন বন্ধ রাখার সমালোচনা করেন। জাকির বলেন, ২৪ ঘণ্টাই চালু রাখতে হবে; স্বল্প পরিসরে হলেও। এজন্য বাড়তি টাকা লাগলেও আমরা দিতে প্রস্তুত।

শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। দুপুরে লাগা আগুন সাত ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আর আগুন পুরোপুরি নেভানো যায় ২৭ ঘণ্টা পর। এ ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

** কাস্টম হাউসে ৩ শিফটে ২৪ ঘন্টা পণ্য খালাসের নির্দেশ
** পুড়ে যাওয়া পণ্যের শুল্ক ফেরত দেবে এনবিআর
** ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত
** অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি
** কার্গো গুদামে ছিল মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ
** ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়েছে
** ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে হাজার কোটি টাকা
** আগামী ৩ দিন ‘নন শিডিউলড’ ফ্লাইটের খরচ মওকুফ
** অগ্নিকাণ্ডের ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন
** শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
** ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি: বিজিএমইএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!