লিটারে ১ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

ফেব্রুয়ারির প্রথম দিন থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বাড়ল। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য এ দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে নতুন মূল্য ঘোষণা করা হয়। এদিন মধ্যরাত থেকে নতুন দামে পাম্পগুলোয় তেল মিলবে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এক টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকায় করে বিক্রি হচ্ছিল।
56792 98457 page 001
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে ‘স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলা’ অনুযায়ী এই নতুন দাম ঠিক করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্বে এসে অন্তর্বর্তী সরকার ৩১ অগাস্ট প্রথমবার জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছিল। সেদিন সেপ্টেম্বর মাসের জন্য পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়।
56792 98457 page 002
অক্টোবর মাসে দাম নির্ধারণে নভেম্বরে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন দাম ৫০ পয়সা করে কমিয়ে ১০৫ টাকা করে। পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়। আর ডিসেম্বরের শেষ দিন মূল্য সমন্বয়ের ঘোষণায় এক টাকা কমিয়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ১০৪ টাকা। আগের মত পেট্রোল ১২১ টাকা এবং অকটেন ১২৫ টাকা রাখা হয়। এখন সব ধরনের তেলেই লিটারে এক টাকা দাম বাড়িয়ে ফেব্রুয়ারির মূল্য সমন্বয় করা হল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!