Header – Before
Header – After

রেলের শতকোটি টাকার পুরোনো মালপত্র উধাও

পূর্বাঞ্চল রেলওয়ের সদরদপ্তর চট্টগ্রামে সংঘবদ্ধ চক্র শতকোটি টাকার পুরোনো মালপত্র ও স্ক্র্যাপ গোপনে সরিয়ে নিয়েছে। রোববার (৫ অক্টবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে এই অনিয়মের প্রমাণ পায়। অভিযানে রেলের সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন রেকর্ড ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। এসব নথি পর্যালোচনা শেষে টিমটি কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। এরপর দুদকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মাদারীপুর রবিবার (৫ অক্টবর) সদর উপজেলায় বার্ষিক উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ব্যক্তিগত প্রয়োজনে কালভার্ট, সেতু নির্মাণের অভিযোগে অভিযান চালানো হয়। কাবিখা ও কাবিটা প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগও ওঠে। অভিযানকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়। কাবিখা ও কাবিটা প্রকল্পের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ও পরিচালনায় অনিয়ম ও হয়রানির অভিযোগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দিনাজপুর জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযানে গিয়ে দেখতে পান, হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক না থাকায় রোগীরা সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। রোগীদের খাবার সরবরাহেও নানা অনিয়ম চোখে পড়ে। এসব বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অভিযানে সংশ্লিষ্ট অভিযোগের নথিপত্রও সংগ্রহ করেছে দুদক টিম।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে খুলনা ও রাজশাহী নগরে বিশ্ববিদ্যালয় স্থাপনে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকার প্রধান কার্যালয় থেকে পরিচালিত এ অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত নথি বিশ্লেষণ করে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে পরবর্তী পদক্ষেপের জন্য কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!