চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) রাজস্ব আহরণ আগের তুলনায় ২০ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। তবে লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতি রয়ে গেছে প্রায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজস্ব বোর্ডের প্রতিবেদনে দেখা গেছে, গত জুলাই–আগস্টে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬১ হাজার কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। অর্থাৎ ঘাটতি ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব আদায় হয় ৪৫ হাজার ৫ কোটি ১৬ লাখ টাকা।
গত মে ও জুনে এনবিআর সংস্কার নিয়ে করা আন্দোলনের কারণে গত অর্থবছরের বড় আকারের রাজস্ব ঘাটতি হয়। কিন্তু আন্দোলন থেমে যাওয়ার পরও জুলাই–আগস্টে রাজস্ব আদায়ে গতি আসেনি।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই–আগস্টে ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে। এই খাত থেকে মোট ২২ হাজার ৪৩৭ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। কাস্টমস থেকে আদায় হয়েছে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা, আর আয়কর থেকে এসেছে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা।
