রাজস্ব ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (ভ্যাট, এলটিইউ) যে মোবাইল অপারেটর রবি আজিয়াটার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিল, তা উচ্চ আদালত স্থগিত করেছেন। রবির করা রিট আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রবির পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী তানজীব উল আলম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান। ১৮ কোটি ৭২ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে গত সোমবার রবির সব ব্যাংক হিসাব তিনদিনের জন্য জব্দ রাখতে ব্যাংকগুলোর এমডি বরাবর চিঠি দিয়েছিল এলটিইউ। ওই চিঠি কেন সংবিধান ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে।
হাইকোর্টের আদেশের পর রবির সব ব্যাংক হিসাব গতকাল থেকেই সক্রিয় হয়ে গেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একটি দায়িত্বশীল মোবাইল ফোন অপারেটর হিসেবে ১৯৯৭ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে রবি, যা সরকারের অন্যতম বৃহৎ করদাতা। দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হিসেবে রবি রাষ্ট্রের সব আইন অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে এবং দেশের টেলিযোযোযোগ শিল্পের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।’

