রবির কর্মকর্তার ৩ কোটি টাকার অবৈধ সম্পদ

অবৈধ সম্পদ অর্জন

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রবি আজিয়াটা লিমিটেডের সাবেক নেটওয়ার্ক বিশেষজ্ঞ মো. রাকিবুল হাসানের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম মামলা অনুমোদনের বিষয়টি জানিয়েছেন।

প্রতিবেদন সূত্রে জানা যায়, রাকিবুল হাসান ২০২১ সালের সেপ্টেম্বরে সম্পদ বিবরণী দাখিল করেন। বিবরণী যাচাইকালে ৩৩ লাখ ৫৯ হাজার ১২১ টাকা মূল্যের সম্পদ অর্জন তথ্য গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন।

এছাড়া রবির সাবেক এই কর্মকর্তা ৩ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকার অবৈধভাবে অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!