যাত্রীর প্যান্ট, জুতা আর পায়ুপথ থেকে ৩২ স্বর্ণবার জব্দ

বার্তা প্রতিবেদক: দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামের এক যাত্রী থেকে ৩২টি স্বর্ণবার জব্দ করা হয়েছে। এর মধ্যে ৯টি স্বর্ণবার যাত্রীর পায়ুপথ থেকে, ১৫টি প্যান্টের ভেতর ও ৮টি স্বর্ণবার জুতার ভেতর থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। কাস্টমস গোয়েন্দার যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, হাটহাজারীর ধলই এনায়েতপুরের মোহাম্মদ জিয়াউদ্দিন নামের এক যাত্রী সকাল ৬টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার আসন ২৮বি থেকে তাকে নিয়ে আসি আমরা। ইমিগ্রেশন শেষে কাস্টমস হলের ২ নম্বর গেট সংলগ্ন স্থানে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে তল্লাশি করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের ভেতর ১৫টি, জুতার ভেতর ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। এরপর তাকে এক্স-রে করা হলে পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে পায়ুপথ থেকে ৯টি স্বর্ণবার পাওয়া যায়। এছাড়া তার সঙ্গে ৯৯ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। ওই যাত্রী থেকে মোট ৩ কেজি ৮২৭ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা। যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মো. সাইফুর রহমান।

###