Header – Before
Header – After

মূসক ফাঁকির জুতা আসে জননী কুরিয়ারে

মানিকগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে জননী এক্সপ্রেস অ্যান্ড পার্সেল সার্ভিসে অভিযান চালিয়ে মূসক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ জুতা জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় নিউ চায়না ব্র্যান্ডের বিভিন্ন সাইজের মোট ৩৮৮ জোড়া জুতা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-মুনতাসির মামুন এই অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আল-মুনতাসির মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শহরের বেউথা রোডের জননী এক্সপ্রেস এন্ড পার্সেল সার্ভিসে মুসক ফাঁকি দিয়ে একটি জুতার চালান এসেছে। অভিযানের সময় পার্সেল সার্ভিসের ম্যানেজার এ চালানের বিপরীতে কোনো মুসক চালান দেখাতে পারেননি। ফলে ৩৮৮ জোড়া জুতা জব্দ করা হয়েছে।’ অভিযানে সহায়তা করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট মানিকগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা অরবিন্দ মালী এবং জেলা পুলিশের একটি দল।

জননী এক্সপ্রেস এন্ড পার্সেল সার্ভিসের ম্যানেজার মো. মাসুদ রানা বলেন, ‘নিউ চায়না ফুটওয়্যার, ব্রাহ্মণবাড়িয়া ফ্যাক্টরি থেকে মানিকগঞ্জের জ্যাম সুজের ঠিকানায় ১৭টি কার্টুনে করে ৩৮৮ জোড়া জুতা পাঠানো হয়েছিল। কিন্তু চালানের সঙ্গে কোনো মুসক কাগজপত্র না থাকায় সেগুলো জব্দ করে ডিসি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!