মা দিবস উপলক্ষে ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ শিরোনামে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে বিকাশ। এই আয়োজনে মা-সন্তানের ভালবাসার মুহূর্ত উদযাপন করতে, সন্তানরা মায়ের সঙ্গে তাদের স্মরণীয় মুহূর্তের ছবি ও গল্প শেয়ার করতে পারবে। নির্বাচিত ২০ জন সন্তান তাদের মাকে নিয়ে তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে ফাইভ স্টার হোটেলে ডিনারের সুযোগ পাবেন।
আগামী ১১ মে পর্যন্ত এই ক্যাম্পেইনে অংশ নিতে বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করার পর বিকাশের ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজে https://momentswithmaa.com/– ক্লিক করে মায়ের সঙ্গে ছবি এবং গল্প আপলোড এবং সাবমিট করতে হবে। মায়ের সঙ্গে সন্তানের মুহূর্ত সবসময় বিশেষ। সেই বিশেষ মুহূর্ত থেকে আবার কখনও কখনও কোনো মুহূর্ত হয়ে ওঠে চিরস্মরণীয়, হয়ে ওঠে ম্যাজিক মোমেন্ট। তেমন মুহূর্ত আর গল্পকে উপস্থাপনেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ। পাশাপাশি ক্যাম্পেইনে অংশ নেওয়া বিজয়ীদের জন্য রয়েছে মাকে নিয়ে আরো একটা ম্যাজিক মোমেন্ট তৈরি করার সুযোগ।
ওয়েবসাইটে জমা দেওয়া গল্প ও ছবির ভিত্তিতে ২০ জন বিজয়ী নির্বাচন করবেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্বাচিতরা তাদের মাকে সঙ্গে নিয়ে একটি ফাইভ স্টার হোটেলে মেহজাবীনের সঙ্গে ডিনারের সুযোগ পাবেন। এছাড়া শর্ত অনুযায়ী ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন ১০০ টাকার ডিসকাউন্ট কুপন, যা নির্দিষ্ট মার্চেন্ট শপে বিকাশে ন্যূনতম ১,০০০ টাকা পেমেন্ট করে ব্যবহার করা যাবে।
বিকাশের ক্যাম্পেইনে অংশ নিতে হলে তাদের ওয়েবসাইট অথবা ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া লিংকে ক্লিক করতে হবে। এরপর মায়ের সঙ্গে একটি ছবি ও একটি গল্প আপলোড করে নিজের নাম ও বিকাশ নম্বর দিয়ে ক্যাম্পেইনের শর্তাবলি পড়ে সম্মতি জানিয়ে এগোতে হবে। অংশগ্রহণকারীর দেওয়া ই-মেইলে একটি ওয়ান টাইম কোড (ওটিপি) পাঠানো হবে, যা ব্যবহার করে সাবমিশন সম্পন্ন করতে হবে। সফলভাবে অংশগ্রহণের পর গল্প ও ছবি ডাউনলোড বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার সুযোগ থাকবে।
বিকাশের ফেসবুক পেজ এবং https://www.bkash.com/campaign/mothers-day-campaign-2025 লিংক থেকে ক্যাম্পেইনের আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

