ভ্যাট গোয়েন্দা: ১০৭৯ কোটি টাকার ফাঁকি উদ্ঘাটন

## নগদ, বিআরবি হাসপাতাল, ইউএস বাংলা গ্রুপের তিন প্রতিষ্ঠান, রেমন্ড, আলিশা মার্ট, রানার, কারমো ফোম, সাউথ ব্রীজ স্কুল, গুলশান ক্লাব, কাতার এয়ারওয়েজ
## গ্রুপ অব কোম্পানির মধ্যে রয়েছে-বসুন্ধরা, ইস্পাহানী, ইফাদ, ইউএস বাংলা, পারটেক্স, এসিআই, হাতিম, গাজী, প্রাণ, পিএইচপি, নাসির, বিএসআরএম

রাসেল মো. শাহেদ: রাজস্ব ফাঁকি উদ্ঘাটনে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে (ভ্যাট গোয়েন্দা) গতি এসেছে। কখনো অভিযান আবার কখনো নিরীক্ষার মাধ্যমে উদ্ঘাটিত হচ্ছে রাজস্ব। বিদায়ী ২০২১-২২ অর্থবছর এই অধিদপ্তর ৩০১টি প্রতিষ্ঠানে অভিযান ও নিরীক্ষা সম্পন্ন করেছে। যাতে এক হাজার ৭৯ কোটি ৬১ লাখ ১৯ হাজার ৯০১ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটিত হয়েছে। এর মধ্যে ১৩০ কোটি ৮২ লাখ ৪০ হাজার ৯৫৩ কোটি টাকা আদায় করা হয়েছে। তবে প্রযুক্তির সহায়তা আর প্রয়োজনীয় জনবল থাকলে আরো বেশি ফাঁকি উদ্ঘাটন সম্ভব হতো বলে মনে করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। আরো কয়েকশ প্রতিষ্ঠানের নিরীক্ষা চলমান রয়েছে। সম্প্রতি ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা ও চলমান কার্যক্রম নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এই সংক্রান্ত প্রতিবেদন দিয়েছে। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী ফাঁকি দেয়া ব্যাংকগুলো হলো-ওয়ান ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ইস্টার্ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, এইচএসবিসি।

গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠানগুলো হলো-নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লি., নাসির গ্লাসওয়ার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লি., নাসির প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লি., নাসির ওপাল গ্লাস অ্যান্ড ক্রোকারিজ ইন্ডাস্ট্রিজ লি., ইষ্পাহানী গ্রুপ অব কোম্পানির ইষ্পাহানী ফুড লিমিটেড, আব্দুল মোনেম গ্রুপ অব কোম্পানিজ এর আব্দুল মোনেম (ইগলু ফুড), বসুন্ধারা গ্রুপের বসুন্ধরা স্টীল কমপ্লেক্স লি., বসুন্ধরা এলপি গ্যাস লি., বসুন্ধরা পেপার মিলস লি., পারটেক্স গ্রুপের পারটেক্স পেপার মিলস লি., আম্বার (পারটেক্স) পাল্প অ্যান্ড পেপার মিলস, ড্যানিশ ফুডস লি. ও পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লি., ইফাদ গ্রুপের ইফাদ অটোস লি., স্কয়ার গ্রুপের স্কয়ার ডেনিমস লি., পিএইচপি পরিবারের পিএইচপি কোল্ড বোলিং মিলস লি., পিএইচপি ফোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লি., এসিআই গ্রুপের এসিআই ফরমুলেশনস লি., এসিআই গোদরেজ প্রাইভেট লি., হাতিম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর হাতিম স্টীল স্ট্রাকচার লি. ও হাতিম ইন্ডাস্ট্রিজ লি., গাজী গ্রুপের গাজী ট্যাংকস, ইউএস বাংলা গ্রুপের ইউএস বাংলা এস্টেটস লি., ইউএস বাংলা এয়ারলাইন্স লি. ও ইউএসবি এক্সপ্রেস, সুপার স্টার গ্রুপের সুপার স্টার রেনিউয়েবল এনার্জি লি., প্রাণ-আরএফএল গ্রুপের প্রাণ ফুডস লি., প্রাণ ডেইরি লি., রংপুর ফাউন্ড্রি লি., বিএসআরএম গ্রুপের বিএসআরএম স্টিল লি., বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লি., হ্যামকো গ্রুপের আবদুল্লাহ ব্যাটারি কোং প্রা. লি., সোয়ান গ্রুপের সোয়ান কেমিক্যালস লি. ও সোয়ান ইন্ডাস্ট্রিজ লি.।

ইন্সুরেন্স কোম্পানিগুলো হলো-প্রগতি ইন্সুরেন্স লি., সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লি., ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লি., ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লি., বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স লি., ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি., ঢাকা ইন্সুরেন্স লি., রূপালী ইন্সুরেন্স কোম্পানি লি., জনতা ইন্সুরেন্স কোং লি., গ্লোবাল ইন্সুরেন্স লি., তাকাফুল ইসলাম ইন্সুরেন্স লি., আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি.।

আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো-উত্তরা ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস, লংকা বাংলা সিকিউরিটিজ, এলআর গ্লোবাল, ডেল্টা ব্র্যাক হাউজিং, বাংলাদেশ ইন্ডা. ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ, অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট, জেনিথ ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ভেঞ্চার, ন্যাশনাল ফাইন্যান্স, নগদ লি., বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট ও শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লি.।

হাসপাতাল ও মেডিকেল কলেজগুলো হলো-পপুলার মেডিকেল অ্যান্ড হাসপাতাল লি., পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি., লুবানা জেনারেল হাসপাতাল প্রা. লি., খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কুমুদিনী মেডিকেল হসপিটাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লি., প্রাইম ষ্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট লি., গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, মনোয়ারা হসপিটাল প্রা. লি., গ্রীণ লাইফ মেডিকেল কলেজ হসপিটাল, বিআরবি হসপিটাল লি., চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল লি. ও আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হসপিটাল।

পোশাক ও টেক্সটাইল খাতের ফাঁকি দেয়া প্রতিষ্ঠানগুলো হলো-পাকিজা কটন ষ্পিনিং মিলস লি., ভিনটেজ ডেনিম লি., ফোর ও ইয়ার্ন ডাইং লি., সূর্তি টেক্সটাইল বিডি লি., ম্যাক্সসন্স ষ্পিনিং মিলস লি., ফাউনটেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লি., এক্সপেরিয়েন্স ক্লোথিং কোম্পানি লি.। সিরামিক কোম্পানিগুলো হলো-স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লি., সান পাওয়ার সিরামিক ইন্ডাস্ট্রিজ লি., শাইনপুকুর সিরামিকস লি., আর এ কে সিরামিকস (বাংলাদেশ), বাংলাদেশ মেলামাইন ইন্ডাস্ট্রিজ লি., মোনালিসা সিরামিকস বিডি লি., ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লি., এক্স-সিমেন্ট সিরামিকস ইন্ডাস্ট্রিজ লি.।

ওষধ কোম্পানিগুলো হলো-কসমিক ফার্মা লি., অ্যালকো ফার্মা লি., সিলকো ফার্মাসিউটিক্যালস লি., জিসকা ফার্মাসিউটিক্যালস লি., ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি., এপেক্স ফার্মা লি.। আবাসন খাতের প্রতিষ্ঠানগুলো হলো-বিশ্বাস বিল্ডার্স লি., এবিসি গ্রুপের এবিসি রিয়েল এস্টেট, এবিসি বিল্ডিং প্রাইভেট লি. ও এসোসিয়েট বিল্ডার্ড করপোরেশন লি., বঙ্গ বিল্ডিং মেটারিয়াল লি., আকাঙ্খা ডেভেলপার্স লি., মদিনা ডেভেলপমেন্টস লি., এলাইন্স প্রপার্টিজ লি., ইম্পেরিয়াল রিয়েল এস্টেট লি.। সিমেন্ট খাতের প্রতিষ্ঠানগুলো-ডায়মন্ড সিমেন্ট লি., মেঘনা সিমেন্ট লি., মেট্রোসেম সিমেন্ট লি.।

অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো-ব্রাদার্স পেপার অ্যান্ড বোর্ড মিলস লি., নাভানা টয়োটা, মৌসুমী এন্টারপ্রাইজ লি., অ্যাকসেস টেলিকম বিডি লি., প্রপার্টি কেয়ার সার্ভিস বাংলাদেশ লি., সামুদা কেমিক্যাল কমপ্লেক্স লি., সামুদা গার্ডেন রিসোর্ট, টিভিএস অটো বাংলাদেশ লি., ভাওয়াল রিসোর্ট লি., র‌্যাংগস মোটর লি., খান কিচেন খানস হাউজ, এলিট সিকিউরিটিজ সার্ভিস লি., কাই বাংলাদেশ অ্যালুমিনিয়াম লি., অ্যাকুয়া মিনারেল টারপেনটাইন অ্যান্ড সলভেনটস প্লান্টস লি., মাহিন সাইকেল ইন্ডাস্ট্রিজ লি., ইনডেক্স ডেভেলপমেন্ট লি., ফেয়ার ডিস্ট্রিবিউশন লি., সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লি., নেক্সট ষ্পোসেস লি., কনফোর্স লিমিটেড, এম কে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লি., এম কে ই ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লি., কিবরিয়া পেপার মিলস, জেনারেল হাইটেক ইন্ডাস্ট্রিজ লি., বি ই ইলেকট্রনিক্স, বিশ্বাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লি., উত্তরা মটরস লি., সুপার পেট্রো কেমিক্যাল লি., ম্যাকসনস ষ্পিনিং মিলস লি., ফিট অ্যালিগ্যান্স লি., এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস কোং লি., কেওয়াই সিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লি., শারমিন ফ্যাশন লি., শারাফ অ্যাপারেলস, পূরবী জুয়েলার্স প্রা. লি., জুলফিকার স্টীল রি-রোলিং মিলস লি., সানন্দা জুয়েলার্স প্রা. লি., নিটল মটরস লি., এসকোয়ার হেভি ইন্ডাস্ট্রিজ লি., রূপসা ট্যাংক টার্মিনালস অ্যান্ড রিফাইনারী, শরাফ ওয়াশিং ও ডাইং ইন্ডাস্ট্রিজ লি., কলম্বিয়া অ্যাপারেলস লি., রহিম এনার্জি লি. প্রায়, ডং ব্যাংক ডায়িং লি., বিএসবি ফাউন্ডেশন, সিরাজ সাইকেল, কিশোয়ান স্ন্যাকস লি., বেস্ট হোল্ডিং লি., বঙ্গ বেকার্স লি., ইউনিভার্সেল হেলথ সার্ভিস অ্যান্ড রিসার্চ লি., এক্সেল টেকনোলজি লি., স্থপতি এসোসিয়েটস লি., ডট ইন্টারনেট, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লি., পোর্ট লিংক লজিস্টিক্স লি., বাংলাদেশ ন্যাশনাল কোম্পানি লি., কাতার এয়ারওয়েজ, এসএসটি লজিস্টিক, মার্স ফেইড বাংলাদেশ লি., ফার্ম করপোরেশন লি., সাউদান অটো মোবাইলস লি., এশিয়ান পেইন্টস বাংলাদেশ লি., বেন্ড বক্স লি., হেইজ বাংলাদেশ লি., শরীফ মেটাল লি., রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ লি., পিইপি স্টিল অ্যালায়েন্স লি., আসমারা (বিডি) প্রা. লি., ডরিন হোটেল অ্যান্ড রিসোর্টস লি., মি. বেকার কেক অ্যান্ড পেস্ট্রিসপ লি., সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লি., আমেরিকান অ্যান্ড এফার্ড বাংলাদশে লি., তাসনিম কনডেন্সড মিল্ক লি., একে খান অ্যান্ড কোম্পানি লি., এম কে ইলেকট্রনিক্স, স্টীলটেক ইন্ডাস্ট্রিজ লি., নফ কন্টিনিউয়াল গ্যালভানাইজিং মিলস লি., টিম সোসিং কোং লি., প্রিমিয়ার এলপি গ্যাস লি., ওয়ার্ল্ড পোর্ট লজিস্টিক, কনফিডেন্স ইলেকট্রনিক লি., নাহিদ এন্টারপ্রাইজ, রয়েল মালাবার জুয়েলার্স, ভার্গো টোব্যাকো লি., টিএমএম বাংলাদেশ লি., মারমেইড ইকো ট্যুরিজম লি., ফেমাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লি., কেএস নেটওয়ার্ক লি., ওমেরা গ্যাস ওয়াল লি., ইস্টার্ন ট্রেডিং কোম্পানি।

তালিকায় আরো রয়েছে-জরিনা এন্টারপ্রাইজ, ডেক্সটরাস ইঞ্জিনিয়ারিং, কাচ্চি ভাই, আমেরিকান বার্গার, মাসুদ অ্যান্ড ব্রাদার্স, গ্রীন ভিউ ট্যাভারর্ন ইনভেস্টরস ক্লাব, লং বীচ হোটেল, এলিগ্যান্ট মেকওভার অ্যান্ড ফ্যাশন, এইচ বিডি সার্ভিসেস লি., আয়েশা মেকওভার পার্লার অ্যান্ড ষ্পা, আশেয়া মেকওভার স্যালুন ব্রাইডাল স্টুডিও, ভাই ভাই পেপার মিলস লি., পেপার ফ্লাই প্রাইভেট লি., হোটেল ৭১ লি., ই-অরেঞ্জ শপ, র ক্যানভাস রেস্টুরেন্ট, আনজারা ফ্যাশন, সাউথ ব্রীজ স্কুল লি., ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লি., কিশোয়ান স্ন্যাকস লি., বনফুল অ্যান্ড কোং, ইউরো এশিয়া ফেল্ট ইন্ডাস্ট্রিজ লি., ফরিদ ফাইভার অ্যান্ড ইউভিং লি., বিশ্ব রঙ, রঙ বাংলাদেশ, মি. বেকারস, জৈনপুর ফার্নিচার, জাহিদ খান ব্রাইডাল মেকওভার, তানিম অ্যাডভার্টইজিং, জিআইসি এডুকেশন, জেন এয়ার বিডি লি., টেপটেলস রেস্টুরেন্ট, দি মল, ক্লাসিক্যাল হোমটেক্স ইন্ডাস্ট্রিজ লি., আলিশা মার্ট, দি ফ্রেন্ডস হাউস লি., রেমন্ড কালেকশন লি., বেলমন্ট ফেব্রিক্স লি., মাইশা ওয়ার্ল্ড, শর্মা ভিলেজ, গুলশান ক্লাব, বরিশাল ক্লাব, রানার অটোমোবাইলস, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লি., সাইমন বিচ রিসোর্ট, সুং ফুড গার্ডেন, রিলায়েন্স ট্রেড ইন্টারন্যাশনাল, এনার্জি ইলেকক্ট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লি., কারমো ফোম অ্যান্ড এডেসিভ ইন্ডাস্ট্রিজ লি., গ্রীন সয়েল অটো ব্রিকস লি., নাভানা ফুডস ও গোদরেজ হাউজ হোল্ড প্রোডাক্টস বাংলাদেশ লি.।

###