Header – Before
Header – After

ভূমি সচিবের বিরুদ্ধে ১০ লাখ মামলা

ভূমি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে সারাদেশে প্রায় ১০ লাখ মামলা আছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেন, অন্য মন্ত্রণালয় থেকে ভূমি সংক্রান্ত সেবা দেওয়া হলেও অভিযোগ আসে শুধু ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে।

রোববার (২৬ অক্টবর) সচিবালয়ে ‘জনবান্ধব ভূমিসেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে ভূমি সচিব এসব কথা জানান। সালেহ আহমেদ বলেন, ‘ভূমি সেবার বিভিন্ন পর্যায়ে দালাল রয়েছে। কিন্তু ভূমির সব কাজ ভূমি মন্ত্রণালয় করে না, আইন মন্ত্রণালয়ও করে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী। ভূমি সেবায় প্রযুক্তির ব্যবহারে মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মিউটেশন আবেদন জমা পড়েছে ১৭ লাখ ৭৬ হাজার, যা গত অর্থবছর একইসময় ছিল ১৩ লাখের মতো। দেশের ৬১ জেলায় ৮২০ ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালুর মাধ্যমে নাগরিকদের সেবা দেওয়া হচ্ছে। উপজেলা পর্যায়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের আবেদন ফি ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে, উল্লেখ করেন তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!