Header – Before
Header – After

ভুয়া ‘সহজক্যাশ’ নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

‘সহজক্যাশ’ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেয়নি বাংলাদেশ ব্যাংক। তাই এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো লেনদেন বা আর্থিক প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (৭ অক্টবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি জাতীয় কিছু পত্রিকায় ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

সেখানে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি নাকি প্রাক-পরিচালন পর্যায়ে আছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালুর অনুমোদন পেতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এমএফএস চালুর অনুমোদনের আবেদন পাওয়া যায়নি। এমনকি বর্তমানে এ ধরনের কোনো আবেদন প্রক্রিয়াধীনও নয়।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, দেশে আর্থিক লেনদেনের অনুমোদন দেওয়ার একমাত্র সংস্থা বাংলাদেশ ব্যাংক। তাই ‘সহজক্যাশ লিমিটেড’-এর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন, বিনিয়োগ বা চাকরির প্রতিশ্রুতি দেওয়ার আগে সবাইকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!