ভাষা শহীদদের প্রতি ইন্সপেক্টর অব ট্যাকসেস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাকসেস অ্যাসোসিয়েশন। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা জানিয়েছেন। এসময় ১৯৫২ সালে ভাষার জন্য বুকের তাজা রক্ত দেয়া রফিক, জব্বারসহ নাম না জানা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশ, সহ-সভাপতি লোকমান আহমদ, সহ-সভাপতি শেখ মন্জুরুল হক, মহাসচিব সহিদুজ্জামান সোহেল, যুগ্ম মহাসচিব মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মো. মাঈনুদ্দিন আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মাজেদুর রহমান, কার্যকরী সদস্য মো. নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।