Header – Before
Header – After

বিমানবন্দরে আগুন পাশের দেশের ষড়যন্ত্র

বিটিএমএ সভাপতির ইঙ্গিত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় পাশের দেশের ষড়যন্ত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি জানান, পাশের দেশ চায় বাংলাদেশের পোশাক খাতের বাজার সংকুচিত হোক। এ বছর পোশাক খাতের বাজার ছয় শতাংশ ও নিট খাতের বাজার পাঁচ শতাংশ কমেছে। গত বছরের জুলাই আন্দোলনের সময় এতটা কমেনি। সেক্ষেত্রে এবারের বাজার হ্রাসকে তিনি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে শওকত আজিজ রাসেল এসব কথা বলেন। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম।
Airport Cargo Fire 2
বিটিএমএ সভাপতি বলেন, আমাদের দেশে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। একের পর এক ফ্যাক্টরিতে আগুন লাগানো হচ্ছে। একটি ম্যাচের দাম এক টাকা হতে পারে, কিন্তু একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে হাজারো মানুষের কর্মসংস্থান জড়িত। এই বিষয়গুলো কোনো গ্রুপ মূল্যায়ন করছে না। আমরা বড়ভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছি। এটি কোনো খেলার মাঠ নয়; এটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং দেশের রাজধানী। আমাদের গভীরভাবে ভাবার বিষয় আছে। অনেক ক্রেতা আমাদের দেশ থেকে চলে যাচ্ছেন এবং যারা আসার কথা ছিল, তারা কি আসবেন, তা নিয়েও উদ্বেগ রয়েছে। রাসেল সতর্ক করে বলেন, এখন এই ধরণের ক্ষতি বিমানবন্দর পর্যন্ত চলে গেছে; পরবর্তী ধাপে ঘরবাড়ি পোড়ানোরও আশঙ্কা আছে।

বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র কারা করছে- এমন প্রশ্নের জবাবে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘এটি এমন একটা ভূরাজনৈতিক অবস্থান, এখানে অনেকের চোখ পড়েছে। রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্র আছে। বহির্বিশ্বে যেন আমাদের ভাবমূর্তি নষ্ট হয় তা নিয়ে এক ধরনের ষড়যন্ত্র আছে। পার্শ্ববর্তী দেশের এক ধরনের চিন্তাভাবনা আছে যাতে তাদের ব্যবসা ভালো হয়, আমাদের ব্যবসা কমে যায়।’

সংবাদ সম্মেলনে ইএবি সভাপতি হাতেম জানান, কার্গো ভিলেজের আগুনে সরাসরি ও পরোক্ষভাবে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, কার্গো ভিলেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন শনাক্ত ও প্রতিরোধে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়া, এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

** অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি
** কার্গো গুদামে ছিল মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ
** ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়েছে
** ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে হাজার কোটি টাকা
** আগামী ৩ দিন ‘নন শিডিউলড’ ফ্লাইটের খরচ মওকুফ
** অগ্নিকাণ্ডের ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন
** শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
** ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি: বিজিএমইএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!