Header – Before
Header – After

‘বাংলাদেশের শুল্ক কমার সবুজ সংকেত পাওয়া গেছে’

বাণিজ্য সচিব

বাংলাদেশের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমানোর বিষয়ে চূড়ান্ত দরকষাকষির প্রথম দিনে যুক্তরাষ্ট্র থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ওয়াশিংটন থেকে বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় তিনি বলেন, এজেন্ডা অনুযায়ী ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে আমরা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত ইঙ্গিত পেয়েছি যে, বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক হার কমানো হবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আরও জানিয়েছেন, বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কমবে—এমন ইঙ্গিত আমরা পেয়েছি। তবে সুনির্দিষ্ট হার এখনই বলা যাচ্ছে না। আজ ও আগামীকাল আরও বৈঠক রয়েছে। আমরা আশাবাদী, বাংলাদেশের জন্য ইতিবাচক ফল আসবে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক সংক্রান্ত ইস্যুতে তৃতীয় ধাপের আলোচনার প্রথম দিন শেষ হয়েছে। এ আলোচনা শুরু হয় বাংলাদেশ সময় গত রাত ৩টা ৩০ মিনিটে।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তার সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও ভার্চুয়ালি আলোচনায় অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে রয়েছেন বাণিজ্য ও শুল্কবিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই শুল্কসংক্রান্ত আলোচনার পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস।

চূড়ান্ত পর্যায়ের শুল্ক আলোচনা শুরুর আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১.৫ বিলিয়ন ডলার মূল্যের গম, ডাল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, মার্কিন পাল্টা শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে জি-টু-জি ভিত্তিতে বছরে ৭ লাখ টন গম আমদানির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে, পাশাপাশি ২ লাখ ২০ হাজার টন গম আমদানির একটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এর বাইরে সরকার এলএনজি আমদানি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার পরিকল্পনাও করছে।

**১৫০ কোটি ডলারের আমদানি বাড়াবে বাংলাদেশ
**পাল্টা শুল্ক: ২৫ বোয়িং বিমান কিনবে বাংলাদেশ
**শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা
**‘বাংলাদেশি পণ্যে শুল্ক কমাতে পারে যুক্তরাষ্ট্র’
**বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
**‘শুল্কের ব্যাপারে ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হবে’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!