বন্যার্তদের ৯৮ লাখ টাকা দিচ্ছে আইআরডি-এনবিআর-সঞ্চয় অধিদপ্তর

বানভাসিদের সহায়তায় একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তারা। এ সব প্রতিষ্ঠানের আওতাধীন দপ্তর-সংস্থার কর্মীরা ৯৮ লাখ ৯৪ হাজার টাকা সহায়তা হিসেবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হবে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এই তথ্য নিশ্চিত।

মু’মেন বলেন, ‘ভয়াবহ বন্যায় নিদারুণ ক্ষতিগ্রস্ত জনতাকে সহায়তা করার লক্ষ্যে এ অর্থ প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ তহবিলের ব্যাংক হিসাবে জমা দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

এর আগে বন্যাপীড়িত মানুষের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদান করার ঘোষণা দিয়েছে বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তারা। ২৪ আগস্ট এই ঘোষণা দেওয়া হয়।

উজানের তীব্র ঢল এবং অতি ভারি বৃষ্টির কারণে গত ২০ অগাস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দেয়। পরে দ্রুতই তা ছড়িয়ে যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে। বন্যা উপদ্রুত দেশের পূর্বাঞ্চলের এই ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন হয়েছে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৮ লাখেরও বেশি মানুষ।

বন্যা শুরুর পর থেকে বন্যার্তদের সহযোগিতায় সমাজের নানা স্তরের মানুষ সাড়া দিয়েছেন। এর মধ্যে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, সেনাবাহিনী, র‍্যাবসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মীরা তাদের একদিন বা দুদিনের বেতন অনুদান হিসেবে জমা দিচ্ছেন।

বন্যার্তদের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন কর কর্মকর্তারা এবং বিটিআরসি এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তা-কর্মচারীরাও; তাদের বেতনের অর্থ পাঠাচ্ছেন ত্রাণের কাজে লাগানোর জন্য। এছাড়া বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য শুরু থেকেই ত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।