বঙ্গবন্ধুর মাজারে কাস্টমস অফিসার্স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

বার্তা প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে নব গঠিত বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে কমিটির নব নির্বাচিত সভাপতি খন্দকার লুৎফল আজম এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

WhatsApp Image 2022 08 27 at 11.31.32 PM 3

এ সময় বাকাএভ মহাসচিব মো. মাহবুব মোর্শেদ, কার্যকরী মহাসচিব মো. মজিবুর রহমান সহ-সভাপতি মাজহারুল ইসলাম সহ-সভাপতি সাকের আহম্মেদ, যুগ্ম মহাসচিব এনামূল হকসহ নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতমের মোনাজাত শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সম্প্রতি ঢাকাএভ-চকাএভ-খুকাএভ এই তিন অঞ্চল কমিটি একীভূত করে ২৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় “বাকাএভ” কমিটি গঠন করা হয়।

WhatsApp Image 2022 08 27 at 11.31.32 PM 2

এই বিষয়ে কমিটির কার্যকরী মহাসচিব মো. মজিবুর রহমান বলেন, শোকাবহ আগস্ট মাসে পূর্ব নির্ধারিত এই আয়োজনের মাধ্যমে নব গঠিত কমিটি সাংগঠনিক যাত্রা শুরু করলো। গত ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২নং এ জাতির পিতার প্রতিকৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় অ্যাসোসিয়েশন কার্যালয়ে কোরআন খতম, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

WhatsApp Image 2022 08 27 at 11.31.32 PM 1

নতুন কমিটির নেতৃবৃন্দ নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতি স্থাপন, বঙ্গবন্ধু রাজস্ব পদক প্রবর্তন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দীর্ঘদিনের চাওয়া বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট এর ঐতিহ্য বহনকারী বিশ্বব্যাপী স্বীকৃত ইন্সপেক্টর ও সুপারিন্টেন্ডেন্ট পদবী পুনর্বহাল, সহকারী রাজস্ব কর্মকর্তা পদকে ৯ম গ্রেডে উন্নীতকরণ, ইউনিফর্ম চালুকরণ, বৈষম্যের অবসান ঘটিয়ে যথাসময়ে পদোন্নতি, চলতি দায়িত্ব থেকে নিয়মিতকরণ, শিক্ষানবিশকাল শেষেই চাকরি স্থায়ীকরণসহ অন্যান্য যৌক্তিক দাবি আদায়ে শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার শপথ নেন এবং দাবি আদায়ে ঘোষিত কমিটির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

WhatsApp Image 2022 08 27 at 11.31.32 PM

রাজস্ব আহরণের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার গর্বিত অংশীদার মাঠ পর্যায়ের সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাগণকে নিয়ে বাকাএভ নেতৃবৃন্দ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রেখে উন্নত বাংলাদেশ বিনির্মানে ২০২২-২৩ অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণের দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।