প্রবাসীর ব্যাগে মিলল ১.২১৬ কেজি সোনার বার-চুড়ি-দুল

বার্তা প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর ব্যাগ থেকে এক কেজি ২১৬ গ্রাম ওজনের সোনার বার, চুড়ি ও কানের দুল জব্দ করেছেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮৯ লাখ টাকা। সোমবার (১৫ আগস্ট) সকালে স্বর্ণসহ ওই প্রবাসীকে আটক করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের উপ কমিশনার মো. রিয়াজুল ইসলাম ও সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

Gold Airport Photo 1

তারা জানিয়েছেন, সোনা চোরাচালানের গোপন তথ্য পায় ঢাকা কাস্টম হাউস কমিশনার। এরই প্রেক্ষিতে উপ-কমিশনার মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় কাস্টমস কর্মকর্তারা সর্তক অবস্থান নেন। সকালে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৪ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেই ফ্লাইটে আগত যাত্রী শাহ আলম গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়।

Gold Airport Photo 2

এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার সঙ্গে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি করেন। এসময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৭টি স্বর্ণের বার, স্বর্ণের চুড়ি ও কানের দুল জব্দ করা হয়। যার মোট ওজন এক কেজি ২১৬ গ্রাম। বাজারমূল্য প্রায় ৮৯ লাখ টাকা। পরে যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়।