Header – Before
Header – After

পাঁচ ব্যাংকের সমন্বয়ে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’

আর্থিক সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক—কে একীভূত করে রাষ্ট্রীয় মালিকানায় নতুন একটি ব্যাংক গঠনের পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ নামে এই নতুন ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

প্রসঙ্গত, আইসিবি ব্যাংক এই তালিকায় থাকলেও শেয়ার মালিকানা বিষয়ে উচ্চ আদালতে মামলা থাকায় এটিকে চলমান প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে।

শফিকুল আলম জানান, প্রাথমিকভাবে প্রস্তাবিত ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা, আর পরিশোধিত মূলধন থাকবে আনুমানিক ৩৫ হাজার কোটি টাকা। তিনি আরও জানান, প্রস্তাবিত নতুন ব্যাংক নিয়ে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বেইল ইন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা যেতে পারে। বাকি ২০ হাজার কোটি টাকা সরকার মূলধন হিসেবে দিতে পারে। এর মধ্যে সরকার ১০ হাজার কোটি টাকা নগদ এবং ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ডের মাধ্যমে সংগ্রহ করা হবে।

শফিকুল আলম জানান, সরকারি মালিকানায় ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ প্রতিষ্ঠা করা হলেও সরকার আশা করছে, আগামী পাঁচ বছরের মধ্যেই ব্যাংকটি বেসরকারি খাতে হস্তান্তর করা সম্ভব হবে।

** পাঁচ ব্যাংক মিলে এক ব্যাংক, জুলাই-অক্টোবরে একীভূত
** পাঁচ ইসলামী ব্যাংক মিলে হচ্ছে এক ব্যাংক: গভর্নর
** একীভূতকরণে সমর্থন দিল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
** আগামী সপ্তাহে একীভূত হচ্ছে ৫ ইসলামী ব্যাংক
** ‘দুর্বল ৬ ব্যাংক একীভূত হবে জুলাইয়ের মধ্যে’
** ৬ ব্যাংকের সংকট কাটছে, রোববার থেকে গ্রাহক পাবেন

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!