পরিবর্তন হচ্ছে বাণিজ্য মেলার নাম ও সময়

মো: বিপ্লব বেপারী: নতুনভাবে বাণিজ্য মেলা নিয়ে চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন আগামীতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হতে পারে ৩-৫ দিনব্যাপী।

২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্য সচিব।

তিনি বলেন, মাসব্যাপী মেলায় বিদেশিরা পণ্য নিয়ে আসতে চান না। এর জন্য আগামীতে ৩-৫ দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা যেতে পারে।

আর মাসব্যাপী অনুষ্ঠিত মেলার নাম ঢাকা বাণিজ্য মেলা নামে হতে পারে বলেও জানান তপন কান্তি ঘোষ।
বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানেই এ প্রস্তাবে একমত প্রকাশ করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
এ সময় বাণিজ্য সচিব আরও বলেন, পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও অর্থনৈতিক চাপে আছে। বৈদেশিক মুদ্রার চাপে আছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে মানুষের চয়েস কমানো যাবে না, উৎপাদন বাড়াতে হবে, আমদানি বাড়াতে হবে।

২০২৬ সালের পর থেকে বাংলাদেশ বেশ কিছু জায়গায় চ্যালেঞ্জের মুখোমুখি হবে জানিয়ে সচিব বলেন, সেটি মোকাবিলা করতে পণ্যের গুণগত মান বাড়াতে হবে। শ্রমিকদের মর্যাদা দিতে হবে।

প্রতিবছর ১ জানুয়ারি থেকে বাণিজ্যমেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে পিছিয়ে যায় মেলা। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে এ মেলার আয়োজন করে। ২০২২ সাল থেকে পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্যমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আজ পর্দা নামছে মাসব্যাপী ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)।