পদ্মাসেতু নিয়ে কবি জামাল হোসেনের “স্বপ্ন পূরণ”

বিনোদন প্রতিবেদক: রঙ্গন মিউজিক বাংলা মৌলিক গান ও বাংলা নাটক নিয়ে কাজ করে। বাংলা মৌলিক ও পরিশীলিত গানের প্রসার এবং ভাড়ামী মুক্ত জীবনভিত্তিক ও সুস্থ বিনোদনমূলক নাটক নির্মাণে ভূমিকা রাখছে। তবে এবার রঙ্গন মিউজিক ভিন্নধর্মী কাজ নিয়ে এসেছে। এবার প্রতিষ্ঠানটি পদ্মাসেতু নিয়ে কবি জামাল হোসেনের “স্বপ্ন পূরণ” কবিতার চিত্রায়ন নিয়ে হাজির হয়েছে। কবিতাটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের সেরা আবৃত্তিকার শিমুল মুস্তাফা। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। পদ্মাসেতু নিয়ে এই ভিডিওটি রঙ্গন মিউজিক তার অফিসিয়াল ও ভেরিফাইড ইউটিউব চ্যানেল rangon music এ আগামী ২৪ জুন রিলিজ করছে।

এ বিষয়ে রঙ্গন মিউজিকের কর্ণধার কবি, গীতিকার ও নাট্যকার জামাল হোসেন বলেন, ‘পদ্মাসেতু জাতির অহংকার। মাননীয় প্রধানমন্ত্রীর অসীম সাহস ও দৃঢ়তার ফসল এটি। তাঁর স্বপ্ন পূরণ হলো এর মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে এ সেতু নিয়ে খুব আবেগাপ্লুত। সেই আবেগ থেকেই এ কবিতার সৃষ্টি। রঙ্গন মিউজিকের এ ছোট্ট প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার করকমলে উৎস্বর্গীত হোলো।’