জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (৯ম গ্রেড) হিসেবে পদোন্নতি পেয়েছেন ছয়জন। পদোন্নতিপ্রাপ্ত এই ছয়জন দ্বিতীয় সচিবকে সম্মাননা প্রদান করেছে এনবিআরের ‘ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ’। রোববার (১২ অক্টোবর) এনবিআরের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গঠিত এই সংগঠন প্রথমবার নিজেদের সহকর্মীদের এমন সম্মাননা প্রদান করেছেন।

পদোন্নতিপ্রাপ্ত ছয় দ্বিতীয় সচিব হলেন-মো. আশরাফুল আলম; মো. হাফিজুর রহমান; মো. মিজানুর রহমান; মো. আজিজুল হক; মো. শাহজাহান ও মো. ফাইযুল হোসেন। চলতি বছরের ১ সেপ্টেম্বর অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব রেদোয়ান আহমেদ সই করা পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. শহিদুল আলম, সভাপতি মো. আসাদুজ্জামান ভূঁইয়া আসাদ, সাধারণ সম্পাদক মো. মইনুল করিম, সহ-সভাপতি মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. কাওছার আলম, উপদেষ্টা জীবন কুমার চক্রবর্তী, অর্থ সম্পাদক রিপন চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, সহকর্মীদের পাশে থাকতে, অধিকার আদায় করা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে ‘ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, এনবিআর’ গঠিত হয়েছে। আমরা সব সময় আমাদের সহকর্মীদের পাশে থাকবো। পদোন্নতিপ্রাপ্ত সহকর্মীদের প্রথমবারের মতো আমরা সম্মাননা প্রদান করছি। এই সম্মাননা আমাদের সহকর্মীদের কর্মক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যতে এই সংগঠন থেকে সহকর্মীদের উৎসাহ দিতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে চলতি বছরের ২২ জুলাই ‘ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ’ সংগঠন করা হয়েছে। ৩ আগস্ট প্রথমবার মৃত্যুবরণকারী চারজন সহকর্মী ও মাইলস্টোনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত নিষ্পাপ শিশুদের স্মরণের মধ্য দিয়ে সংগঠনের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সহসাই এই সংগঠন থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।
** এনবিআরে নতুন সংগঠন, নেতৃত্বে আসাদ-মইনুল-শহিদুল
** শ্রদ্ধাভরে মৃত সহকর্মী ও মাইলস্টোনে নিহতদের স্মরণ
** বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে এনবিআর ক্রীড়া পরিষদ

