Header – Before
Header – After

নোয়াখালীতে ১৬০ টন কয়লাসহ ৩ ট্রলার আটক

নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ১৬০ টন চোরাই কয়লাবোঝাই তিনটি ট্রলার আটক করা হয়েছে। জব্দ করা কয়লার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানা গেছে। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার জাহাজমারা এলাকার পাঙ্গাসিয়া খালে একটি ব্রিক ফিল্ডের ঘাটে তিন ট্রলারসহ ওই চোরাই কয়লা জব্দ করা হয়।

চট্টগ্রাম নৌ-অঞ্চলের গণমাধ্যম শাখা জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধমূলক কার্যক্রম দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে সংবাদ পেয়ে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি অভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় কয়লাবোঝাই তিনটি ট্রলারসহ প্রায় ১৬ লাখ টাকার কয়লা জব্দ করা হয়। এ ছাড়াও আটক করা তিনটি ট্রলারের মূল্য প্রায় ৮০ লাখ টাকা। জব্দ করা কয়লা ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হাতিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!