Header – Before
Header – After

নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানী বেড়েছে

মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দপ্তরগুলোর নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদের সম্মানী বৃদ্ধি করেছে সরকার। এ বিষয়ে সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে সম্মানীর ধরন ১১টি থেকে বাড়িয়ে ১৩টি নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য সম্মানী ১ হাজার টাকা বাড়িয়ে জনপ্রতি ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন ও পদোন্নতি কমিটির সদস্যরা প্রতি সভায় ৬ হাজার টাকা করে পাবেন। এক্ষেত্রে এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে। মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার বোর্ডের সদস্য এবং বিষয় বিশেষজ্ঞরাও প্রতিদিন ৬ হাজার টাকা করে সম্মানী পাবেন। উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পূর্ণাঙ্গ উত্তরপত্রের জন্য ১২০ থেকে বাড়িয়ে ১৩০ টাকা এবং অবজেকটিভ উত্তরপত্রের জন্য ৩০ থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। দুপুরের খাবার বাবদ বরাদ্দ সাড়ে ৪৫০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।

পরীক্ষা কার্যক্রমে জড়িত সহায়ক কর্মীদের জন্য নতুন ভাতার হার নির্ধারণ করা হয়েছে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে, যা তাদের পদমর্যাদা অনুযায়ী দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রের প্রধানের মনোনীত সমন্বয়কারী পাবেন ৩ হাজার ৫০০ টাকা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!