Header – Before
Header – After

নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের দুই সদস্যকে তলব

দুর্নীতি দমন কমিশন (দুদক) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাশেম ও মোহাম্মদ শাহজাহানকে তলব করেছে। তাদের তলব করা হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানের জন্য।

দুদক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি সংক্রান্ত তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে। দলের সদস্যরা হলেন—দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ফয়সাল এবং সহকারী পরিচালক সাইফুল ইসলাম। তদন্তের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে অনুসন্ধান ও তদন্ত পরিচালক (২) সৈয়দ ইকবাল হোসেনকে। তাদের আগামী ২ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিস দেয়া হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন, নোটিসটি গতকাল পাঠানো হয়েছে।

নোটিসে বলা হয়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য শোনা প্রয়োজন। ওইদিন সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে অনুসন্ধান টিমের কাছে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে। নোটিসে আরও বলা হয়, নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।

এর আগে গত ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যদের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নথি চেয়ে বিশ্ববিদ্যালয়টির ভিসিকে চিঠি দেয় দুদক। ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে আসা অভিযোগের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, এফডিআর করার নামে প্রতিষ্ঠানের অর্থ লোপাট, স্ত্রী-স্বজনদের চাকরি দেয়ার নামে অনৈতিকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি ক্রয় ও অবৈধভাবে বিলাসবহুল গাড়ি ব্যবহার এবং বিভিন্ন অনৈতিক সুযোগ-সুবিধা নেয়ার আড়ালে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!