Header – Before
Header – After

নথি গায়েব করে ১৪৬ কোটি ফাঁকি, আসামি ৩ কর্মকর্তা

কর অঞ্চল-৫

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে ঢাকা কর অঞ্চল-৫ এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২১ আগস্ট) কমিশন এই অনুমোদন দেন। শিগগিরই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।

মামলার আসামিরা হলেন— কর অঞ্চল-৫ এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীর এবং উপ-কর কমিশনার লিংকন রায়।

গত ৯ জুলাই নথিপত্র গায়েব করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-৫ থেকে ১৪৬ কোটি ৫৭ লাখ টাকার কর ফাঁকির ঘটনায় দুদক এ বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অনুসন্ধান প্রতিবেদনের সূত্রে জানা গেছে, ২০২০-২১ ও ২০২১-২২ কর বর্ষে ধামশুর ইকোনমিক জোন লিমিটেডের বিরুদ্ধে মোট ১৪৬ কোটি ৫৭ লাখ টাকা কর দাবি করা হয়েছিল। তবে কর্মকর্তা বদলির পর নতুন কর্মকর্তা নথিতে কর নির্ধারণী আদেশ পরিবর্তন ও সংশোধন করে কর দাবির পরিমাণ যথাক্রমে শূন্য টাকা ও ১ হাজার টাকা নির্ধারণ করে সরাসরি রাজস্ব ফাঁকিতে সহায়তা করেন। এছাড়া মূল কর নির্ধারণী আদেশের নথিও গায়েব করা হয়, যা দুদকের অভিযানে পাওয়া যায়নি।

** কর্মকর্তা বদলিতে ১৪৬ কোটির কর হলো ‘শূন্য’, নথি গায়েব
** ১২৩৮ কোটি টাকা ক্ষতি: বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে অনুসন্ধান
** প্রতীক গ্রুপকে সুবিধা দিয়ে চাকরি হারালেন দুই কর্মকর্তা
** ‘একজন প্রবাসী শ্রমিক ৭৩১ কোটি টাকা এনে বলছেন এটা করমুক্ত’
** প্রতীক গ্রুপের ফারুকী-ই ৭৩১ কোটির সেই ব্যক্তি
** কর পরিদর্শক সাইফুল: ১৮ বছরে বৈধ আয় ৪৩ লাখ, মালিক অর্ধ-শত কোটি টাকার

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!