ঢাকা কাস্টম হাউসে জাতির পিতার স্মরণে আলোচনা, দোয়া ও বই পড়া

বার্তা প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা কাস্টম হাউসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

WhatsApp Image 2022 08 15 at 11.47.39 AM

সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টায় ঢাকা কাস্টম হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা কাস্টম হাউসের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ। আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর প্রকাশিত বিভিন্ন বই পড়ার আয়োজন করা হয়।

WhatsApp Image 2022 08 15 at 11.47.40 AM 1

সভায় ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপ কমিশনার, সহকারী কমিশনার, রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাসহ সকল কর্মচারী উপস্থিত ছিলেন। বই পড়া শেষে কর্মকর্তা-কর্মচারীরা পঠিত বইয়ের উপর অভিব্যক্তি প্রকাশ করেন।

WhatsApp Image 2022 08 15 at 11.47.40 AM 2

###