Header – Before
Header – After

ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল রবি

রবি আজিয়াটা পিএলসি তাদের নবগঠিত সহযোগী প্রতিষ্ঠান স্মার্টপে লিমিটেড-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সেবা চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে রবি জানায়, কেন্দ্রীয় ব্যাংক স্মার্টপে লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রদান করেছে।

সম্পূর্ণভাবে রবির সাবসিডিয়ারির মালিকানাধীন এই নতুন প্রতিষ্ঠানটি দেশের ফিনটেক খাতে ইলেকট্রনিক পেমেন্ট সল্যুশন প্রদান করবে। এর মধ্যে থাকবে বিল পরিশোধ, ইউটিলিটি সার্ভিস পেমেন্ট এবং অন্যান্য সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা।

রবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এতদিন পর্যন্ত মোবাইল অপারেটরটি তাদের বিদ্যমান ‘রবি ক্যাশ’ অ্যাপের মাধ্যমে সীমিত পরিসরে ডিজিটাল পেমেন্ট সুবিধা দিয়ে আসছিল। তিনি বলেন, গ্রাহকরা মোবাইল রিচার্জ, বিল পরিশোধ, এমনকি ট্রেনের টিকিট কিনতেও পারতেন। তবে ক্যাশ আউট বা অন্য অপারেটরে টাকা স্থানান্তর করার অনুমতি ছিল না। বাংলাদেশ ব্যাংক আমাদের পরামর্শ দেয়—এ ধরনের সেবা চালিয়ে যেতে হলে একটি আলাদা লাইসেন্সধারী প্রতিষ্ঠান গঠন করতে হবে। সেই পরামর্শ অনুযায়ী আমরা স্মার্টপে গঠন করেছি।

একসময় একটেল নামে পরিচিত রবি আজিয়াটা পিএলসি ১৯৯৭ সালে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১০ সালে এয়ারটেল বাংলাদেশের সঙ্গে একীভূত হয়ে প্রতিষ্ঠানটি রবি নামে নতুনভাবে আত্মপ্রকাশ করে। বর্তমানে কোম্পানিটির ৬১.৮২ শতাংশ শেয়ার মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ, ২৮.১৮ শতাংশ ভারতের ভারতী এয়ারটেল, এবং অবশিষ্ট ১০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে রবি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) হিসেবে রেকর্ড গড়ে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!