Header – Before
Header – After

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক

তিন সপ্তাহ ধরে শূন্য থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুনভাবে মন্ত্রণালয়টির সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এহছানুল হক। তিনি আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিতে কর্মরত ছিলেন। এবার তাঁকে একই ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে রোববার (১১ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ছাত্র–জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে মো. মোখলেস উর রহমানকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল। পরে গত ২১ সেপ্টেম্বর তাঁকে বদলি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। এর পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের পদটি শূন্য ছিল। ফলে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও পদোন্নতির কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে এবং কিছু আর্থিক বিষয়ও আটকে যায়। এই সময়ে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব কেবল রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।

এখন এই পদে নিয়োগ পেলেন ১৯৮২ বিসিএস ব্যাচের কর্মকর্তা এহছানুল হক। তাঁকেও অন্তর্বর্তী সরকার চুক্তিভিত্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব করেছিল।

সচিবালয়ে গুঞ্জন ছড়িয়েছিল যে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদ ঘিরে ভেতরে-ভেতরে চলছে তীব্র টানাপোড়েন। দুটি রাজনৈতিক দলের সমর্থক-কর্মকর্তারা চাইছিলেন, তাঁদের পছন্দের কেউ যেন এই পদে বসেন। কারণ, জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসন ও অন্যান্য পর্যায়ের বদলি-পদোন্নতির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে এই মন্ত্রণালয় থেকেই।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!