Header – Before
Header – After

চট্টগ্রামে চিকিৎসা সরঞ্জাম তৈরি কারখানায় আগুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) এলাকার ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবটিতে চিকিৎসা সরঞ্জাম তৈরি হতো। বৃহস্পতিবার (১৬ অক্টবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের প্রতিষ্ঠানটিতে আগুন লাগে বলে ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া জানিয়েছেন। তবে বিকাল বেলা সাড়ে চারটার দিকে আগুন ‘অনেকটা নিয়ন্ত্রণে’ এসেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান।

ওসি জিয়া বলেন, আটতলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির কোম্পানির সপ্তমতলায় আগুন লাগে। পরবর্তীতে তা ছয়তলায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে তাদের ১৫টি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষও জানিয়েছে; এছাড়া আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী এবং সিইপিজেডের নিয়মিত সেনাবাহিনীর একটি দল যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। পরে বিস্তারিত জানাতে পারবো।’
CEPZ Fire
চট্টগ্রাম শিল্প পুলিশের বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন। সেখানে ৮০০ শ্রমিক কাজ করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই শ্রমিকরা নিরাপদে কারখানা ভবন থেকে নেমে এসেছে। ওই ভবনের পঞ্চম তলায় একটি রাসায়নিক কারখানা আছে বলেও শুনেছি।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, আগুন নিয়ন্ত্রণের নৌবাহিনীর ফায়ার ফাইটার ইউনিট এখানে কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট শুরু থেকেই আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে। পাশাপাশি সিইপিজেডে নিয়মিত সেনাবাহিনীর যে দল থাকে সেই দলটি ঘটনাস্থলে উপস্থিত আছে। এখনো পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার কোন সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাহী পরিচালক আবদুস সোবহান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!