Header – Before
Header – After

খােলা তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ল

কোনো ঘোষণা ছাড়াই বাজারে বেড়ে গেছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। গত তিন–চার দিনে প্রতি লিটার তেলের দাম প্রায় পাঁচ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মহাখালী, তেজগাঁও কলোনি ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি লিটারপ্রতি ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এরপর গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয় লিটারপ্রতি এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানায়। তবে এখনো দাম বাড়ানোর বিষয়ে কোম্পানিগুলো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এরই মধ্যে বাজারে খোলা তেলের দাম বেড়ে গেছে।

গতকাল খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৭২ টাকা। আর সুপার পাম অয়েলের লিটার বিক্রি হয়েছে ১৫৫ টাকা ১৬০ টাকা দরে। চার দিন আগেও প্রতি লিটার খোলা সয়াবিনের দাম ১৬৯ এবং পাম অয়েলের দাম ১৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারিতে বাড়ার কারণে খুচরা বাজারেও খোলা তেলের দাম বেড়েছে। কয়েকজন ছোট ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিন-চার দিনের ব্যবধানে প্রতি ড্রাম (২০৪ লিটার) খোলা সয়াবিন তেলের দাম ৩২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩৪ হাজার ৪০০ টাকা। আর প্রতি ড্রাম খোলা সুপার পাম অয়েলের দাম ২৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩১ হাজার টাকা।

এদিকে খুচরা পর্যায়ে বোতলজাত তেলের দাম অপরিবর্তিত থাকলেও পাইকারি বাজারে বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের মালিক মো. নাঈম জানান, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের প্রতি কার্টন (২০ লিটার) ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। উল্লেখ্য, গত ৩ আগস্ট থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা, পাঁচ লিটার ৯২২ টাকা, খোলা সয়াবিনের দাম লিটারপ্রতি ১৬৯ টাকা এবং পাম অয়েলের দাম লিটারপ্রতি ১৫০ টাকা নির্ধারিত রয়েছে।

** তেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে, নারাজ ব্যবসায়ীরা
** ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব
** ভোজ্যতেল আমদানিতে আগাম কর প্রত্যাহার
** ভোজ্যতেলের আমদানি কমাবে ‘বিনা সরিষা-১১’
** ভোজ্যতেল বিক্রিতে শর্ত আরোপ করলে কঠোর শাস্তি
** ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাইস ব্র্যান তেল রপ্তানিতে ২৫% শুল্ক
** ডিম-ভোজ্যতেল-চিনি আমদানিতে শুল্ক-ভ্যাটে আরো ছাড়
** ভোজ্যতেলে অব্যাহতির মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়লো
** রাইস ব্র্যান তেল রপ্তানিতে ২০% শুল্ক আরোপ
** ভোজ্য তেলের ওপর উৎসে কর আরোপ
** কেজিতে তেল বিক্রি, লিটারে বিক্রির সুপারিশ
** লিটারে ১৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দা
** সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!