কেমিক্যাল ঘোষণায় ফেনসিডিল ও বিদেশি ঔষধ আমদানি

বার্তা প্রতিবেদক: ঘোষণা ছিলো মাইক্রোসেল নামের এক ধরনের কেমিক্যাল আমদানির। আমদানি করা হয়েছে ফেনসিডিল ও আমদানি নিষিদ্ধ ঔষধ। বেনাপোল কাস্টম হাউসে মিথ্যা ঘোষণার ফেনসিডিল ও আমদানি নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়েছে। রোববার (৭ আগস্ট) এসব জব্দ করা হয়। বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

Benapol Pensidil 02

তিনি জানিয়েছেন, কেরানীগঞ্জ কলাতিয়া এলাকার আমদানিকারক স্মার্ট লাইফ ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি ৬ আগস্ট ভারত থেকে মাইক্রোসল নামে এক ধরনের কেমিক্যাল ঘোষণা দেয়। ভারতীয় একটি ট্রাকে আমদানি পণ্যের পরিমাণ ছিলো ৮৪০ প্যাকেজ মাইক্রোসেল ব্লোয়িং এজেন্ট, যার পরিমাণ ছিলো ২১ হাজার কেজি। পণ্য খালাসে সেঁজুতি এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্টের মাধ্যমে বিল অব এন্ট্রি দাখিল করে। তবে কমিশনারের নিকট মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির গোপন সংবাদ থাকায় হাউসের আইআরএম টিমের সদস্যরা পণ্য চালানটি কায়িক পরীক্ষা করার উদ্যোগ নেয়।

Benapol Pensidil 03

কায়িক পরীক্ষায় কেমিক্যাল ছাড়াও ঘোষণা বর্হিভূত মাদকদ্রব্য , ৫৯৯ পিস পেনসিডিল পাওয়া যায়। এছাড়া বিভিন্ন যৌন উত্তেজক ট্যাবলেট যেমন-১১ হাজার পিস টেপেনটাডল ট্যাবলেট, ১০ হাজার পিস ইসোসপেইন হাইড্রোক্লোরিক ট্যাবলেট, ১১ পিস ভিনটেজ প্রো পাউডার, ৮৪ পিস ইনজেকশন, ১৪০০ পিস অ্যাজিথ্রোপেইন ট্যাবলেট, ১৩ পিস রোটাভাইরাস ভ্যাকসিন, ১৮ পিস ফেনোমোভ্যাক্স পাওয়া যায়। পণ্যের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এসব পণ্য জব্দ করা হয়েছে। গত ৩ মাসে এ ধরনের অনেকগুলো চালান আটক করা হয়েছে। ট্রাকের চালক, আমদানিকারক এবং সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

###