সরকার ভোজ্যতেলের দাম লিটারভিত্তিক নির্ধারণ করলেও বাজারে তা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের বাজার পর্যবেক্ষণে এই তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে কমিশন তাদের প্রতিবেদনে ভোজ্যতেল লিটারে বিক্রি নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
ট্যারিফ কমিশনের পক্ষ থেকে সোমবার (১৮ আগস্ট) প্রকাশিত ভোজ্যতেলের বাজারদরসংক্রান্ত প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শনের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিবেদনের একটি কপি বাণিজ্য উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম নির্ধারণ করে। সেখানে লিটারে দাম ঠিক করা হলেও বাজারে খোলা সয়াবিন ও পাম তেল বিক্রি হচ্ছে কেজি হিসেবে। অথচ পণ্য পরিবেশক নিয়োগ আদেশ অনুযায়ী তরল পদার্থ লিটারে পরিমাপ করার নিয়ম রয়েছে, যা বাজারজাতকরণে মানা হচ্ছে না। এছাড়া খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৫০ টাকা নির্ধারিত থাকলেও বাজারে প্রতি লিটারে ৫ টাকা বেশি নেওয়া হচ্ছে। কমিশনের মতে, এই অতিরিক্ত দাম আদায় নিরুৎসাহিত করা জরুরি।
ট্যারিফ কমিশনের প্রতিবেদনে অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রি রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে মিলগেট, পাইকারি ও খুচরা বাজারে মূল্য মনিটরিং কার্যক্রম আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে।
**চট্টগ্রাম থেকে পাইপলাইনে তেল সরবরাহ শুরু
**তেল আমদানিতে বিপর্যয়, দিতে হবে চড়া দাম
**ভোজ্যতেল আমদানিতে আগাম কর প্রত্যাহার
**লিটারে ১৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
**সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা
**টিসিবির জন্য কেনা হচ্ছে ২৭৩ কোটি টাকার তেল-ডাল
**সমুদ্রে ভাসছে মজুতকৃত সয়াবিন তেল!
**বিস্কুট, তেল, আটা-ময়দা, এলপি গ্যাসে ভ্যাট অব্যাহতি
**রোজার আগেই বাজার থেকে সয়াবিন তেল উধাও
**ভোজ্যতেলের আমদানি কমাবে ‘বিনা সরিষা-১১’
**ভোজ্যতেল বিক্রিতে শর্ত আরোপ করলে কঠোর শাস্তি
**ভোজ্যতেল ও চিনি ব্যবসায় নামছে আবুল খায়ের গ্রুপ
**ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাইস ব্র্যান তেল রপ্তানিতে ২৫% শুল্ক
**তেল পরিবহন নিয়ন্ত্রণে আ.লীগ নেতাদের হাত
**চট্টগ্রামে ৪ কোটি টাকার তেল পাচার, ২ জাহাজ জব্দ
**সাড়ে ৮ হাজার কোটি খরচ, আসেনি এক ফোঁটাও তেল
**ভোজ্যতেলে অব্যাহতির মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়লো
**ভোজ্য তেলের আমদানি শুল্ক ও ভ্যাট কমছে!
**লিটারে ১৯ টাকা কমেছে পাম অয়েলের দাম
**ডিম-ভোজ্যতেল-চিনি আমদানিতে শুল্ক-ভ্যাটে আরো ছাড়

