Header – Before
Header – After

ওয়েস্টার্নয়ের এমডির ৪৮ কোটি টাকার সম্পদ জব্দ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদের ৪৮ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদক সূত্র জানায়, রোববার (২ নভেম্বর) তার ৪৬ কোটি ৩১ লাখ টাকার স্থাবর সম্পদ এবং ১১টি ব্যাংক হিসাবে থাকা আরও ২ কোটি ১৪ লাখ টাকা জব্দ করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, ২০২২ সালে বশীর আহমেদের বিরুদ্ধে হওয়া অবৈধ সম্পদের মামলায় তার সম্পদ ও ব্যাংক হিসাবের টাকা জব্দ করা হয়েছে।তিনি আরও বলেন, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এমডি বশীর আহমেদ গত ১৫ বছরে পানি উন্নয়ন বোর্ডসহ অন্তত সরকারের ছয়টি সেক্টরে নিজের প্রভাব খাটিয়ে এবং কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে প্রায় ১৭ হাজার কোটি টাকার ঠিকাদারি কাজ বাগিয়েছেন-এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমেছে দুদক।

এদিন ৬ কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি মোজাম্মেল হক ও সাবেক কোষাধ্যক্ষ সরওয়ার জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে, বর্তমানে কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!