ওমেন্স ইরা’র বিজনেস সামিট অনুষ্ঠিত

বিজনেস বার্তা ডেস্ক: নারী উদ্যোক্তাদের সংগঠন ওমেন্স ইরার বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট রাজধানীর কৃষিবিদ কনভেনশন হলে (কেআইবি) ওমেন্স ইরার সবচেয়ে বড় এই বিজনেস সামিট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ডিএমপির অতিরিক্ত উপঃ পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিনসহ শত শত তারকা, স্বনামধন্য ব্যবসায়ী এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমেন্স ইরা নারী উদ্যোক্তাদের একটি সংঘ। ইহা নারীদের বাণিজ্যিক, পারিবারিক, মানসিক, ব্যক্তিগত আলোচনা, সহযোগিতাও নিরাপত্তা প্রদান করে আসছে। এছাড়া বিগত ৭ বছর ধরে ৬৫ হাজার সদস্য নিয়ে এই সংঘের মাধ্যমে হাজার হাজার নারী উদ্যোক্তা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। ৫ আগস্ট কেআইবিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। দারাজ প্রযোজিত এই বিজনেস সামিটে দেশসেরা ১২ জন বক্তা বক্তব্য রেখেছেন। এই সামিটে শিক্ষা বিভাগ থেকে বক্তব্য রেখেছেন আয়মান সাদিক (প্রতিষ্ঠাতা এবং সিইও, টেন মিনিট স্কুল), ব্যাংকিং বিভাগ থেকে বক্তব্য রেখেছেন নাসরিন আক্তার (হেড অফ সিটি আলো), মানসিক স্বাস্থ্য বিষয়ক পুরস্কারপ্রাপ্ত আনুশা চৌধুরী। এ ছাড়াও বক্তব্য রাখেন সোশ্যাল মিডিয়াতে পুরস্কারপ্রাপ্ত কন্টেন্ট ক্রিয়েটর সামস আফরোজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব এবং পরিচালনা করেছেন তাসনিয়া আতিক (প্রতিষ্ঠাতা ও পরিচালক, ওমেন্স ইরা)।