Header – Before
Header – After

এবার ঈদুল আজহায় ছুটি ১০ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল সরকার, পরে একটি নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি যুক্ত করা হয়। এর আগে, ২৬ মার্চ ছিল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। ওই ছুটির পরদিন, ২৭ মার্চ বৃহস্পতিবার অফিস খোলা ছিল এক দিনের জন্য।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!