Header – Before
Header – After

এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে। এরইমধ্যে তার নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধ জানাচ্ছে। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনো প্রকার লেনদেন কিংবা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।

এনবিআর সূত্রে জানা গেছে, হ্যাকাররা ইতোমধ্যে ৩৫ হাজার ও ২৬ হাজার টাকা বিকাশ করার অনুরোধ জানিয়ে মেসেজ পাঠিয়েছে। তারা এনবিআর চেয়ারম্যান সেজে টাকা চেয়ে জানিয়েছে, কালকের মধ্যে ফেরত দেওয়া হবে। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যানের নিজস্ব ফেসবুক আইডি থেকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!