জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেই ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুদকের তথ্য অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধ সম্পদ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
এনবিআরের যেসব কর্মকর্তার সম্পদ বিবরণীর তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- এনবিআর সদস্য (আন্তর্জাতিক কর) মো. লুৎফুল আজীম, সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, এনবিআর সদস্য (সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া) মো. আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার (প্রথম সচিব, এনবিআর) মো. তারেক হাসান, সিলেট ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, ঢাকা পূর্ব ভ্যাটের কমিশনার (সম্প্রতি খুলনা ভ্যাটের কমিশনার হিসেবে বদলি করা) কাজী মো. জিয়া উদ্দিন, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার (বর্তমানে কাস্টমস আপীলাত ট্রাইব্যুনালের সদস্য) মো. কামরুজ্জামান, বৃহৎ করদাতা ইউনিটের ভ্যাট কমিশনারেটের সাবেক অতিরিক্ত কমিশনার (বর্তমানে রংপুর ভ্যাটের অতিরিক্ত কমিশনার) মো. আব্দুর রশিদ মিয়া। এছাড়াও আরো রয়েছেন- কর অঞ্চল-১৬, ঢাকার উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, কর অঞ্চল-৮, ঢাকার অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, বিসিএস কর একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান, কর অঞ্চল-১৬, ঢাকার যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (মূল্য সংযোজন কর) অতিরিক্ত মহাপরিচালক ও অতিরিক্ত কমিশনার হাসান মুহাম্মদ তারেক রিকাবদার, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মামুন মিয়া, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা, কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য ও কর কমিশনার লোকমান আহমেদ এবং কর অঞ্চল-৩, ঢাকার কর কমিশনার (পরে এনবিআরের সদস্য হিসেবে অবসরে গেছেন) এম এম ফজলুল হক।
আক্তার হোসেন জানান, দুদকের তথ্যানুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় এসব কর্মকর্তাদের নিজ নামে বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তির বৈধ উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ মিলেছে। এ অবস্থায় তাদের সম্পদ ও দায়-দেনার হিসাব বিবরণী দাখিলের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এর আগে, গত ২৯ জুন এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। এরপর গত ১ জুলাই আরও ৫ জন ও ৩ জুলাই আরও ৫ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার কথা জানায় দুদক।
** এনবিআর কর্মকর্তাদের দুর্নীতি প্রকাশের পরিকল্পনা
** এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে
** কর্মকর্তা বদলিতে ১৪৬ কোটির কর হলো ‘শূন্য’, নথি গায়েব
** ঐক্য পরিষদ নেতাসহ ৬ কর্মকর্তা দুদকের জালে
** বরখাস্ত তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি
** দুর্নীতি-হয়রানির ন্যূনতম প্রমাণ পেলে একশন নেবো : এনবিআর চেয়ারম্যান
** শুদ্ধি অভিযান: চাকরি হারিয়েছে ১১ কর্মকর্তা, আতঙ্ক
** টাকা বৈধ করতে ‘কুমির-বাঘের’ ভয় দেখান কমিশনার!
** প্রকাশ্যে ঘুস গ্রহণ: সহকারী রাজস্ব কর্মকর্তা বরখাস্ত

