Header – Before
Header – After

ব্র্যাক ও আনসার-ভিডিপির এনআইডি সেবা বন্ধ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁসের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৭ মে) বিষয়টি সাংবাদিকদের জানান ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে ১২ কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত আছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সেবা দেওয়ার জন্য এসব তথ্য যাচাই করে থাকে। এ সেবা পেতে তারা নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি করে। অতীতেও একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে এনআইডির তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে।

হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন বলেন, তাঁরা নিয়মিত মনিটর করে থাকেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার ধরা পড়ে, দুটি প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের তথ্য পাওয়া যাচ্ছে। তখন সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি ভালোভাবে যাচাই করেন। পরে দেখা যায়, আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে তথ্য ফাঁসের ঘটনা ঘটছে।

তিনি আরও কবীর বলেন, ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান তাদের (এনআইডি অনুবিভাগ) সঙ্গে যোগাযোগ করেছে। তারা বলেছে, এটার ব্যাপারে তাদের যে নিয়মকানুন রয়েছে, যে প্রটেকশন মেজারস নিতে বলে, সেগুলো নিশ্চিত করতে বলেছে। যারা জড়িত বলে তাদের কাছে প্রতীয়মান হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের কাছে আসতে বলেছে।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক বলেন, তথ্য ফাঁসের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় এই দুটি প্রতিষ্ঠানের সেবা কর্তৃপক্ষের সিদ্ধান্তে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, এরপর চুক্তি অনুযায়ী যা যা করা দরকার, তা করা হবে। এটা চলমান প্রক্রিয়া।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন জানিয়েছেন, একজন ব্যক্তি নতুন গ্রাহকের পরিচয়ে একাধিকবার প্রতারণার চেষ্টা করেছে। তবে কোনো তথ্য ফাঁস হয়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি শনাক্ত হলে তা সবার জন্য একটি শিক্ষনীয় উদাহরণ হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!