Header – Before
Header – After

এক বছরে ১৩ হাজার রয়্যাল এনফিল্ড বিক্রি

দেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরুর এক বছরের মধ্যেই ১৩ হাজারের বেশি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বিক্রি হয়েছে। গত বছরের অক্টোবর মাসে ইফাদ মোটরস দেশের বাজারে এই মোটরসাইকেল বিক্রি শুরু করে। প্রতিষ্ঠানটির এক সূত্র জানায়, অনলাইন ও অফলাইন বুকিং শুরুর প্রথম ১০ মিনিটেই প্রায় ৩ হাজার মোটরসাইকেলের অর্ডার পাওয়া যায়। এর ধারাবাহিকতায় গত এক বছরে বিক্রি হয়েছে ১৩ হাজারেরও বেশি রয়্যাল এনফিল্ড। বাংলাদেশে এটি প্রথম ৩৫০ সিসি ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল। বর্তমানে চারটি মডেল—হান্টার ৩৫০, মিটিয়র ৩৫০, ক্ল্যাসিক ৩৫০ এবং বুলেট ৩৫০—দেশের বাজারে পাওয়া যাচ্ছে। মডেলভেদে এসব মোটরসাইকেলের দাম ৩ লাখ ৭১ হাজার থেকে ৫ লাখ ৮ হাজার টাকার মধ্যে।

রয়্যাল এনফিল্ডের সংযোজন কারখানার নির্মাণকাজ সম্পন্ন হয় গত বছরের অক্টোবর মাসে। পরে মোটরসাইকেল বাজারজাতের ঘোষণা দেওয়া হলে বাইকপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। ইফাদ মোটরস জানায়, কুমিল্লার চৌদ্দগ্রামে আট একর জমির ওপর স্থাপন করা হয়েছে এই সংযোজন কারখানা, যার বার্ষিক উৎপাদন সক্ষমতা ৩০ হাজার মোটরসাইকেল। কারখানাটিতে ইফাদ মোটরসের বিনিয়োগ ২০০ কোটি টাকারও বেশি। ইফাদ মোটরসের কর্মকর্তারা জানান, ইঞ্জিন ছাড়া রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের অন্যান্য সব যন্ত্রাংশ দেশেই সংযোজন করা হয়। ভারতের বাইরে এটি রয়্যাল এনফিল্ডের ষষ্ঠ সংযোজন কারখানা। এর আগে নেপাল, ব্রাজিল, থাইল্যান্ড, কলম্বিয়া ও আর্জেন্টিনায় সংযোজন কারখানা স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ বলেন, ‘আমাদের ৪০ বছরের ইতিহাসে আমরা সব সময় ভিন্ন কিছু নিয়ে কাজ করেছি। অটোমোবাইল খাতে আমরা টায়ার থেকে শুরু করে ব্রিটিশ কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে লুব্রিকেন্ট, আর্থ মুভিং ও ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট তৈরি করেছি। তবে বাকি রয়ে গিয়েছিল শুধু গাড়ি ও মোটরসাইকেল। মোটরসাইকেল কারখানাও গড়ে তুলেছি।’ তাসকিন আরও বলেন, ‘বিশ্বে রয়্যাল এনফিল্ডের মতো লাইফস্টাইল মোটরসাইকেলের বাজার ৫ শতাংশের বেশি নয়। দেশে এ ধরনের মোটরসাইকেলের চাহিদা বছরে ১৮ থেকে ২০ হাজার। তাই বাংলাদেশে এই মোটরসাইকেলের বাজার খুব বড় হবে বা বিক্রি অনেক বেড়ে যাবে—এমন প্রত্যাশাও আমাদের নেই। তা সত্ত্বেও গত এক বছরে আমরা যে সাড়া পেয়েছি, তাতে খুশি।

বাইকপ্রেমীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তরুণদের মধ্যে রয়্যাল এনফিল্ডের প্রতি রয়েছে বিশেষ আগ্রহ, কারণ এর গতি এবং আকর্ষণীয় ডিজাইন। এ ধরনের একজন তরুণ হলেন আবদুল্লাহ বিন খুরশিদ, যিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র। তিনি রয়্যাল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ মডেলের মোটরসাইকেল চালান এবং ‘রয়্যাল এনফিল্ড ক্লাব বাংলাদেশ’ নামে একটি কমিউনিটি গ্রুপও গড়ে তুলেছেন। আবদুল্লাহ বলেন, রয়্যাল এনফিল্ড তরুণদের খুব পছন্দের একটি মোটরসাইকেল। শহরের চেয়ে দূরের যাত্রায় এই মোটরসাইকেলে ভ্রমণ অনেক স্বাচ্ছন্দ্যের।

ইফাদ মোটরস সূত্রে জানা যায়, চারটি মডেলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ক্ল্যাসিক ৩৫০ মডেলের। তবে শহরের রাস্তার জন্য বেশি জনপ্রিয় হান্টার ৩৫০ মডেলটি। রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের সাত হাজারের বর্গফুটের বিক্রয়কেন্দ্র রয়েছে। পাশাপাশি রয়েছে তিন হাজার বর্গফুটের সার্ভিস ও বিক্রয়োত্তর সেবাকেন্দ্র। দেশের মোট ১৯টি বিক্রয়কেন্দ্র রয়েছে এই মোটরসাইকেলের। নতুন আরও পাঁচটি বিক্রয়কেন্দ্র চালুর কাজ চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!