Header – Before
Header – After

ই-সিগারেট বিক্রির ৩৩ ওয়েব সাইট বন্ধের নির্দেশ

আমদানী নিষিদ্ধ ই-সিগারেট অনলাইনে বিক্রির ৩৩ টি ওয়েব সাইট বন্ধে পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনকে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিডিটাল কমার্স সেল।

এছাড়া Smart Eshop BD, Xclusive Brands BD, BD Stall, Daraz Bangladesh Limited, Click BD এবং Cloud Corner প্রতিষ্ঠানসমূহকে নিষিদ্ধ ই-সিগারেট বিক্রিতে কোন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না তার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ডিজিটাল বাণিজ্য নির্দেশিকা অনুসারে অনলাইনে নেশা দ্রব্য বিক্রয় নিষিদ্ধ বিধায় এ নোটিশ প্রদান করা হয়।

জনস্বাস্থ্যের স্বার্থে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সরকার ই-সিগারেট নিষিদ্ধ করে। এই সিদ্ধান্ত ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশে ই-সিগারেট ব্যবহার খুব কম, মাত্র ০.২ শতাংশ। তবে অভিযোগ রয়েছে, কিছু বিদেশী সিগারেট কোম্পানি কৌশলে তরুণদের মধ্যে ই-সিগারেট ব্যবহারের প্রবণতা বাড়াচ্ছে।

বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহ-সমন্বয়কারী হেলাল আহমেদ বলেন, দেশে ই-সিগারেট ব্যবহার প্রায় নেই। কিন্তু কিছু সিগারেট কোম্পানি তরুণদের মধ্যে ব্যবহার বাড়াতে কাজ করছে। যে সব ব্যবসায়ী প্রতিষ্ঠান ই-সিগারেট বিক্রি করছে, তারা কিছু বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত। তিনি উল্লেখ করেছেন, সরকারের এই পদক্ষেপ লক্ষ লক্ষ তরুণকে নেশার হাত থেকে রক্ষা করবে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউর্ভাসিটির টোব্যাকো কন্ট্রোল রিসার্স সেল-টিসিআরসি’র প্রোগ্রাম ম্যানেজার ফারহানা জামান লিজা বলেন, গবেষণায় দেখা যায় অনলাইনে ই-সিগারেট বিক্রয় বেশি হচ্ছে,। যার মধ্যে ফেসবুক (৯২%), ওয়েবসাইট (৬৭%) এবং ইনস্টাগ্রাম (৩৮%) মতো প্ল্যাটফর্মগুলোতে বিক্রেতারা সক্রিয়ভাবে পণ্য প্রচার ও বিক্রি করছে। তারা ই-সিগারেটকে প্রচলিত সিগারেটের তুলনায় “কম ক্ষতিকর”, “স্টাইলিশ বিকল্প” ও “সিগারেট ছাড়ার টুল” হিসেবে উপস্থাপন করছে এবং ‘ফল’ ও ’আইস’সহ বিভিন্ন ফ্লেভারের বা স্বাদের পণ্য বাজারে বিদ্যমান যা বিশেষভাবে তরুণদের আকৃষ্ট করছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় খসড়া তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীতে দেশে সব ধরনের ই-সিগারেটের আমদানী, উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য জনস্বাস্থ্য সংস্থা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইতোমধ্যে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ ৩২টি দেশ ই-সিগারেট বিক্রি নিষিদ্ধ করেছে।

** ই-সিগারেট আমদানি নিষিদ্ধ হচ্ছে
** ই-সিগারেটের প্রচারণায় গ্রামীণফোন!

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!