বিনোদক প্রতিবেদক: বলিউডের উষ্ণতা ছড়ানো আইটেম ড্যান্সার নোরা ফাতেহি। বাংলাদেশ আসছেন একটি অনুষ্ঠানে অংশ নিতে। অনেক জল ঘোলা করে বাংলাদেশে আসার অনুমতি পেলেন। কিন্তু কর পরিশোধ করায় প্রথমে ফাঁদে পড়েন আয়কর বিভাগের। অবশেষে অনেক নাটকীয়তা শেষে পরিশোধ করলে করের টাকা। এবার ফাঁদে পড়লেন ভ্যাট বিভাগের। বিদেশি শিল্পী দিয়ে অনুষ্ঠান করতে গেলে ভেন্যুর ঘোষণা, টিকেট বিক্রির উপর ব্যাংক গ্যারান্টি, টিকেটের উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক পরিশোধ করে ভ্যাট বিভাগ থেকে নিতে হয় অনুমতি। যার কিছুই নেয়নি ড্যান্সার এই আইটেম গার্লকে নিয়ে অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান। আইন লঙ্ঘন করে যাতে অনুষ্ঠান আয়োজন করতে না পারে সেজন্য এনবিআরের ভ্যাট বিভাগ থেকে সংশ্লিষ্ট কমিশনারেটকে চিঠি দেয়া হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে এই চিঠি দেয়া হয়। ভ্যাট বিভাগের জটিলতা দূর করতে না পারলে নোরা ফাতেহি বাংলাদেশে আসলেও অনুষ্ঠান করতে পারবেন না বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা।
এনবিআর সূত্রমতে, বলিউড ড্যান্সার নোরা ফাতেহি আগামী ১৮ নভেম্বর বাংলাদেশে আসবেন। ঢাকায় গ্লোবাল এক্সিভার্স অ্যাওয়ার্ড-২০২২ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শ্যূটিং-এ অংশগ্রহণের কথা রয়েছে। তবে আয়োজক প্রতিষ্ঠান নোরা ফাতেহির জন্য যা খরচ করবে, তার ওপর ৩০ শতাংশ উৎসে কর প্রযোজ্য। এই কর পরিশোধ না করায় নোরা ফাতেহির আগমনে আপত্তি জানিয়েছে এনবিআরের আয়কর বিভাগ। কর পরিশোধ নিশ্চিত করতে সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দেয়া হয়। যার প্রেক্ষিতে অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান ‘ওমেন্স লিডারশিপ করপোরেশন’ মঙ্গলবার প্রায় সাড়ে ৪ লাখ টাকার কর পরিশোধ করে কর বিভাগ থেকে অনুমতি নিয়েছে।
সূত্র আরো জানায়, বিদেশি শিল্পী নিয়ে অনুষ্ঠান আয়োজনে ভ্যাট বিভাগের অনুমতি নিতে হয়। এর আগে আয়োজক প্রতিষ্ঠানকে টিকেট বিক্রির দ্বিগুণ টাকার ব্যাংক গ্যারান্টি, টিকেট বিক্রিতে ১৫ শতাংশ হারে ভ্যাট ও ১০ শতাংশ হারে সম্পূরক শুল্ক পরিশোধ করতে হয়। সঙ্গে ভেন্যু ভাড়ার উপর ভ্যাট পরিশোধ করতে হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর ১৩৫ অনুযায়ী এই বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠানের আয়োজক ওমেন্স লিডারশিপ করপোরেশন ভ্যাট বিভাগে কোন আবেদনই করেনি। আইন লঙ্ঘন করে যাতে কোন অনুষ্ঠান আয়োজন না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে ভ্যাট উত্তর কমিশনারেটকে চিঠি দিয়েছে এনবিআর। গতকাল এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আবদুস সাদেক সই করা চিঠি দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ওমেন্স লিডারশিপ করপোরেশন স্বত্ত্বাধিকারী ইশরাত জাহান মারিয়া আগামী ১৮ নভেম্বর ঢাকায় বিদেশি শিল্পী নোরা ফাতেহি সহযোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে মর্মে বিভিন্ন সূত্রে এনবিআর হয়েছে। এ বিষয়ে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এবং এনবিআরের আদেশ (এসআরও নং-১৯৯-আইন/২০১৯/৫৬-মূসক, ১৩/০৬/২০১৯) অনুযায়ী, বিদেশি শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা সংযোজনী-‘ক’ মোতাবেক সংশ্লিষ্ট ভ্যাট বিভাগীয় দপ্তরেরর ঘোষণা প্রদান, ব্যাংক গ্যারান্টি জমা ও অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট ও বিভাগীয় দপ্তরে এই বিষয়ে যোগাযোগ করে জানা যায়, আয়োজক প্রতিষ্ঠান এ সংক্রান্ত কোনো ব্যাংক গ্যারান্টি দাখিলসহ অনুমতি গ্রহণ করেনি। আয়োজক প্রতিষ্ঠান আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠানের জন্য এরই মধ্যে টিকিট বিক্রি শুরু করেছে মর্মেও জানা গেছে; যা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থি। মূসক আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণপূর্বক এনবিআরকে অবহিতকরণ এবং বিদ্যমান আইন ও বিধি লঙ্ঘন করে এ জাতীয় বাণিজ্যিক অনুষ্ঠানের আয়োজন কোনো আয়োজক যাতে না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য কমিশনারেটকে নির্দেশ দেয়া হয়।
###