Header – Before
Header – After

আড়ংকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতারণার অভিযোগে মাত্র ২১ দিনের ব্যবধানে আবারও আড়ংকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (২৫ জুন) শুনানির পর আড়ংয়ের বাসাবো আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কাওছার আহমেদ নামের এক ক্রেতা অভিযোগ করে বলেন, তিনি সম্প্রতি বাসাবোর আউটলেট থেকে ৮৩৬ টাকায় একটি পাঞ্জাবি কিনেছেন। সেই পাঞ্জাবি এখন ১ হাজার ২১১ টাকায় বিক্রি করছে আড়ং। প্রায় ৪০০ টাকা বাড়তি নিচ্ছে। এটা গ্রাহকের সঙ্গে প্রতারণা।

এ বিষয়ে ভোক্তা অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বার্তা২৪.কমকে বলেন, ‘২৪ জুন কাওছার আহমেদের অভিযোগের প্রেক্ষিতে ৮৩৬ টাকার ১টি পাঞ্জাবি সেট ১ হাজার ২১১ টাকায় বিক্রি করায় আড়ং বাসাবো আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এর আগে ৩ জুন পাঞ্জাবি মূল্য বেশি নেওয়ায় উত্তরা আড়ংকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। কয়েক ঘণ্টা পর বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। গ্রাহকের অভিযোগ ছিল, ২৫ মে ওই আউটলেট থেকে একটি পাঞ্জাবি ৭০০ টাকায় কিনেন, কিন্তু ৩১ মে একই পাঞ্জাবি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!