আসন্ন ঈদুল ফিতরের আগ মুহূর্তে পণ্যের দাম দ্বিগুণ বৃদ্ধি করার অভিযোগে পোশাক ব্র্যান্ড ‘আড়ং’-কে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ জুন) আড়ংয়ের উত্তরা আউটলেটে বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ওই শাখা একদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৬ দিন আগেও ৭শ’ টাকায় বিক্রি হওয়া পাঞ্জাবি ১৩শ’ টাকা বিক্রি করা হচ্ছে ক্রেতাদের এমন অভিযোগে পরিপ্রেক্ষিতে আড়ংয়ের বিরুদ্ধে এ বিশেষ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার আইন সংরক্ষণের অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।
এ প্রসঙ্গে, আড়ং-এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ঢাকা ট্রিবিউনকে বলেন, সম্মানিত ক্রেতাদের সুবিধাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আড়ং কখনোই কোনো উৎসবের আগে অধিক লাভের জন্য পণ্যের দাম বাড়ায় না। মোবাইল কোর্টের অভিযানের পরই এ বিষয়ে একটি অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে আড়ং কর্তৃপক্ষ জানতে পারে যে ভুলবশত কয়েকটি পণ্যে অন্য পণ্যের ট্যাগ লাগানো হয়েছিলো।
এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি ভুল এবং আড়ং সকল ক্রেতাবৃন্দের কাছে এজন্য দুঃখপ্রকাশ করে ক্রেতাদের সুবিধার্থে ঈদের আগে দ্রুত আবারো কার্যক্রম চালুর জন্য আড়ং কর্তৃপক্ষ সবরকম ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, সম্মানিত কোনো ক্রেতা যদি আড়ং-এর কোনো আউটলেটে এ ধরণের কোনো সমস্যা দেখেন তাহলে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট আউটলেটে অভিযোগ জানাতে পারবেন এবং বিদ্যমান পলিসি অনুয়ায়ি তাঁকে বাড়তি মূল্যের সমপরিমাণ টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেয়া হবে।

