আল হারামাইন সিকিউরিটিজের লেনদেন সনদ বাতিল

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আল হারামাইন সিকিউরিটিজের শেয়ার লেনদেনের সনদ বাতিল করেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক বিএসইসির নির্ধারিত মূলধন ও দায়দেনার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টবর) ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি বিনিয়োগকারীদের জানানো হয়।

ডিএসই সূত্রে জানা যায়, বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম আল হারামাইন সিকিউরিটিজকে শেয়ারবাজারে শেয়ার লেনদেনের জন্য ট্রেক সনদ দিয়েছিল। বিএসইসির অনুমোদনের পর প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রমও শুরু করে। কিন্তু ট্রেক সনদধারী হিসেবে বিএসইসির আইন অনুযায়ী, মূলধন ও দায়দেনার ক্ষেত্রে কিছু নিয়ম পরিপালন করতে হয়। কিন্তু প্রতিষ্ঠানটি সেই নিয়ম পরিপালনে ব্যর্থ হয়। এ কারণে কয়েক দফা তাদের সময় দেওয়া হয়। তারপরও শর্ত পূরণ করতে না পারায় ডিএসই কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির লেনদেনের সনদ বাতিল করেছে। এর ফলে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে আর শেয়ার লেনদেনে অংশ নিতে পারবে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আল হারামাইন সিকিউরিটিজের প্রায় শতাধিক বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবধারী গ্রাহক ছিলেন। এখন লেনদেন সনদ বাতিল হওয়ায় এসব বিনিয়োগকারী আর প্রতিষ্ঠানটির মাধ্যমে শেয়ারবাজারে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। ডিএসই জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে কোনো বিনিয়োগকারী বা গ্রাহকের তহবিল ও সিকিউরিটিজ নিষ্পত্তি–সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে, তা সংশ্লিষ্ট নথিপত্রসহ ১৩ নভেম্বরের মধ্যে সংস্থাটিকে লিখিতভাবে জানাতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!