কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি এবং কমপ্লিট শাটডাউনের কারণে চট্টগ্রাম বন্দরে ক্ষতি হয়েছে প্রায় ১১৫ কোটি টাকা। গত মে ও জুন মাসে ১০৭ ঘণ্টা এসব কর্মসূচি পালন করেন তাঁরা। ১১৫ কোটি টাকার মধ্যে বন্দরের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ৮৪ কোটি টাকা এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৩১ কোটি টাকা। এ সময়ের ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের গঠিত কমিটির ৭ পৃষ্ঠার একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশন) গোলাম মো. সারওয়ারুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যসচিব হলেন বন্দরের ট্রাফিক অফিসার (অপারেশন) মো. রোকনুজ্জামান। কমিটির অপর সদস্যরা হলেন উপপ্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী মেরাজ উদ্দিন আরিফ, টার্মিনাল ম্যানেজার মো. সাইফুল আলম, ডক মাষ্টার ক্যাপ্টেন আবু সুফিয়ান এবং সহকারী ট্রাফিক ম্যানেজার শাহাদাৎ হোসেন মজুমদার। এ কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
এই কমিটি কাষ্টমস ও ভ্যাট বিভাগের কর্মচারীদের ২৮-২৯ জুন দুই দিনে (৪৮ ঘন্টা) কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং ১৪ মে থেকে ২৬ জুন পর্যন্ত বিভিন্ন দিন বিভিন্ন মেয়াদে প্রায় ৫৯ ঘণ্টা কর্মবিরতির কারণে বন্দরের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি শিপিং এজেন্ট, অফডক এবং আমদানি-রপ্তানিকারকদের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ছয়টি বিষয় বিবেচনায় নেয়। এগুলো হলো চট্টগ্রাম বন্দরের রাজস্ব ক্ষতির পরিমাণ, জাহাজের ওয়েটিং টাইম বেড়ে যাওয়ায় শিপিং এজেন্টদের আর্থিক ক্ষতির পরিমাণ, কাষ্টমস ক্লিয়ারেন্স না হওয়ায় আমদানি করা কনটেইনার ডেলিভারি নিতে না পারায় আমদানিকারকদের আর্থিক ক্ষতির পরিমাণ, কাষ্টমস ক্লিয়ারেন্স না হওয়ায় রপ্তানি কনটেইনার জাহাজীকরণ করতে না পারায় রপ্তানিকারকদের আর্থিক ক্ষতির পরিমাণ, চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টা ক্ষতির জন্য বন্দরের আর্থিক ক্ষতির পরিমাণ জবা অফডকগুলোর আমদানি-রপ্তানি বিলম্বজনিত আর্থিক ক্ষতির পরিমাণ। এসব বিষয় বিবেচনা করে কমিটি ১৯ আগষ্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) বরাবর ৭ পৃষ্ঠার মূল প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ২৮ ও ২৯ জুন দুই দিনে চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় হয়েছে ১৬ কোটি ১ লাখ ১৭ হাজার ৯৮২ টাকা। অন্যদিকে আগের সপ্তাহের ২১ ও ২২ জুন ২ দিনে বন্দরের রাজস্ব আয় হয়েছে ৪৭ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৭২৮ টাকা। সুতরাং পূর্ববর্তী সপ্তাহের ২১ ও ২২ জুন দুই দিনের রাজস্ব আয়ের তুলনায় ২৮ ও ২৯ জুন, দুই দিন কাষ্টমস ও ভ্যাট বিভাগের কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে বন্দরের আনুমানিক রাজস্ব ক্ষতি হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৭৪৫ টাকা।
অবশিষ্ট আন্দোলনের সময়কাল অর্থাৎ ৫৯ ঘণ্টা কর্মসূচির কারণে বন্দরের রাজস্ব ক্ষতি হয়েছে ৩৯ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা। সুতরাং ২৮-২৯ জুন দুই দিনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং ১৪ মে থেকে ২৬ জুন পর্যন্ত বিভিন্ন দিন বিভিন্ন মেয়াদে প্রায় ৫৯ ঘণ্টা কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের মোট আনুমানিক রাজস্ব ক্ষতি হয়েছে ৭১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ৪৩৩ টাকা। একইভাবে এই সময়ে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টা ক্ষতির জন্য বন্দরের আর্থিক ক্ষতির পরিমাণ হলো ১ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৭৫৫ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, ২৮-২৯ জুন দুই দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং ১৪ মে থেকে ২৬ জুন পর্যন্ত প্রায় ৫৯ ঘণ্টা কর্মবিরতির কারণে জাহাজের ওয়েটিং টাইম বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট শিপিং এজেন্টদের মোট আনুমানিক আর্থিক ক্ষতি হয়েছে ২১ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৯০ টাকা, কাষ্টমস ক্লিয়ারেন্স না হওয়ায় কনটেইনার ডেলিভারি নিতে না পারায় আমদানিকারকদের মোট আনুমানিক আর্থিক ক্ষতি হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ৯৩৫ টাকা, কাষ্টমস ক্লিয়ারেন্স না হওয়ায় কনটেইনার জাহাজীকরণ করতে না পারায় রপ্তানিকারকদের মোট আনুমানিক আর্থিক ক্ষতি হয়েছে ১ কোটি ৮৯ লাখ টাকা এবং বেসরকারি অফডক বা আইসিডিসমূহের মোট আনুমানিক আর্থিক ক্ষতি হয়েছে ৬ কোটি ৫৫ লাখ ৯ হাজার ৫২২ টাকা। এই হিসাবে চট্টগ্রাম বন্দর এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের আনুমানিক আর্থিক ক্ষতির পরিমাণ ১১৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৫৩৮ টাকা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ও মুখপাত্র মো. ওমর ফারুক বলেন, গত মে ও জুন মাসে কাষ্টমস, ভ্যাট ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি এবং কমপ্লিট শাটডাউনের কারণে চট্টগ্রাম বন্দরের রাজস্ব ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে গঠিত কমিটি একটি প্রতিবেদন জমা দিয়েছে। পরবর্তী বিষয়ে সরকার কিংবা অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
** ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে সরকার
** কলম বিরতিতে রাজস্ব ক্ষতি ১১ হাজার কোটি
** এনবিআর আন্দোলনে জুনে রাজস্ব আদায়ে বড় ধস
** এনবিআরের পুরো বোর্ড বাদ দিতে চেয়েছিল সরকার
** এনবিআরের দুই শতাধিক কর্মকর্তা ক্ষমা চেয়েছেন
** এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে
** শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার
** এনবিআর সংকট নিরসনে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন
** এনবিআর কর্মকর্তাদের দুর্নীতি প্রকাশের পরিকল্পনা
** মার্চ টু এনবিআর স্থগিত
** এনবিআরে দ্বিতীয় দিনেও চলছে শাটডাউন কর্মসূচি
** শাটডাউন ও মার্চ টু এনবিআর চলমান থাকবে
** এনবিআর আন্দোলন, রাতের মধ্যেই সমাধানের আশা
** অবরুদ্ধ এনবিআর, মুখোমুখি অবস্থান
** এনবিআর আন্দোলনে আওয়ামী ঘনিষ্ঠদের ইন্ধনের সন্দেহ
** আলোচনা প্রত্যাখ্যান, মার্চ-টু-এনবিআর ঘোষণা
** এনবিআর ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে সরকার
** বিএনপির নাম ভাঙিয়ে এনবিআরে আন্দোলন হচ্ছে
** ২৩ জুন কলম বিরতি, ৯-১২টা পর্যন্ত এনবিআরে অবস্থান
** সারা দেশে এনবিআর কর্মকর্তাদের কলমবিরতি
** এনবিআর সংস্কার সমন্বয় করতে ছয় সদস্যের কমিটি
** ভ্যাট-কাস্টমস-করে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি

