রুনার জন্মদিন

বার্তা ডেস্ক: আজ ৪ এই মে শারমিন আক্তার রুনার ২২তম জন্মদিন। তার পিতা হাজী মহরম আলী সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মা আবিদা খাতুন একজন গৃহিনী। হাজী মহরম আলীর চার কন্যার মধ্যে রুনা চতুর্থ।

রুনা উত্তরা বিশ্ববিদ্যালয়য়ে আইন বিষয়ে অধ্যয়ন করছেন। রুনা স্বপ্ন দেখেন সততার সাথে পরিশ্রম করে একদিন তিনি একজন সফল আইনজীবী হবেন। এছাড়া আইন পেশায় থেকে তিনি অসহায় মানুষ ও দেশের সেবা করবেন। আজকের এই দিনে তিনি সবার কাছে দোয়া প্রার্থী।

শারমিন আক্তার রুনার আগামীর পথ চলা হোক সুন্দর উজ্জ্বল। জন্মদিনে “বিজনেস বার্তা” পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা রইল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!