আজ পারভেজ হাছান অপূর্ব এর জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: আজ ১২ এই মার্চ জনপ্রিয় অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ও অনলাইন নিউজপোর্টাল “বিজনেস বার্তা” এর প্রধান সম্পাদক ও ‘অপূর্ব স্টুডিও বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা “মিস্টার অপূর্ব ফটোগ্রাফি” এর প্রধান ফটোগ্রাফার
পারভেজ হাছান অপূর্ব এর শুভ জন্মদিন।

পারভেজ হাছান অপূর্ব একাধারে একজন সাংবাদিক এবং আলোকচিত্ৰকর, ইভেন্ট প্ল্যানার ও সমাজ কর্মী।

আজকের এই দিনে তিনি তার প্রয়াত পিতা মরহুম ফজলুর রহমান ও মাতা মরহুমা ফাতেমা বেগম এর জনো দোয়া প্রার্থী।

ঘাত প্রতিঘাত পেরিয়ে ক্যারিয়ার গড়া এই গুণী মানুষ এর জন্য জন্মদিনে “বিজনেস বার্তা” পরিবারের পক্ষ থেকে ভালোবাসা ও শুভকামনা নিরন্তর।