বিজনেস বার্তার প্রধান সম্পাদকের জন্মদিন

লাইফ স্টাইল ডেস্ক: আজ ১২ই মার্চ ২০২৪। আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন অপূর্ব। পুরো নাম মুহাম্মদ পারভেজ হাছান অপূর্ব। ডাকনাম অপূর্ব। তিনি চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ  করেছেন। তাঁর পিতা মরহুম ফজলুর রহমান ও মাতা মরহুমা ফাতেমা বেগম।

অপূর্ব বর্তমানে দেশের জনপ্রিয় অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ও অনলাইন নিউজপোর্টাল ‘বিজনেস বার্তা’ এর প্রধান সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। সাংবাদিকতা ছাড়া তিনি ‘অপূর্ব স্টুডিও বাংলাদেশ’ এর ব্যবস্থাপনা পরিচালক, ‘মিস্টার অপূর্ব ফটোগ্রাফি’ এর প্রধান ফটোগ্রাফার, ‘ইনকর্পোরেটেড মিডিয়া প্রাইভেট লিমিটেড বাংলাদেশ’ এর চেয়ারম্যান।

পারভেজ হাছান অপূর্ব একাধারে সাংবাদিক, আলোকচিত্ৰকর, ইভেন্ট প্ল্যানার, সমাজকর্মী ও ব্যবসায়ী। পারভেজ হাছান তাঁর জন্মদিনে বিজনেস বার্তা পরিবার, বিজনেস বার্তার গ্রাহক, শুভানুধ্যায়ীসহ সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনে তিনি তাঁর প্রয়াত পিতা মরহুম ফজলুর রহমান ও মাতা মরহুমা ফাতেমা বেগম এর আত্মার মাগফেরাত কামনা করেছেন।