Header – Before
Header – After

অর্থ তছরুপ সন্দেহে অ্যাগ্রো অর্গানিকা নজরদারিতে

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাগ্রো অর্গানিকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠানটিকে ৯টি নতুন বিষয় যাচাই করার নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এর আগে চলমান তদন্তে যেসব বিষয় অন্তর্ভুক্ত ছিল, সেগুলোর সঙ্গে অতিরিক্তভাবে নতুন ৯টি বিষয় যুক্ত করে যাচাই করা হবে।

সেক্ষেত্রে, যোগ্য বিনিয়োগকারীদের (QIO) মাধ্যমে সংগ্রহ করা অর্থ প্রসপেক্টাস ও প্রযোজ্য বিধানের অনুসরণে উত্তোলন করা হয়েছে কিনা, তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে, কমিশনের অনুমোদিত প্রসপেক্টাস অনুযায়ী এই অর্থ যথাযথভাবে ব্যয় করা হয়েছে এবং নির্ধারিত সময় অনুযায়ী রিপোর্ট করা হয়েছে কিনা, তা আর্থিক প্রতিবেদন পর্যালোনার মাধ্যমে যাচাই করতে হবে। এছাড়া, সামান্য নগদ খরচ ছাড়া সমস্ত লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়েছে কিনা এবং ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন ও অর্থের যথার্থতা নিশ্চিত করতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!